কার কত বিনিয়োগ? রিলায়েন্স জিও নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়েছে ১৪ হাজার কোটি টাকা (আর্নেস্ট মানি ডিপোজিট বা ইএমডি) জমা রেখেছে। দ্বিতীয় স্থানে ভারতী এয়ারটেল, তারা ৫ হাজার ৫০০ কোটি টাকা (আর্নেস্ট মানি ডিপোজিট বা ইএমডি) জমা করেছে। তৃতীয় ভোডাফোন-আইডিয়া ২ হাজার ২০০ কোটি টাকা (আর্নেস্ট মানি ডিপোজিট বা ইএমডি) জমা করেছে। এবং আদানি ডেটা নেটওয়ার্ক ১০০ কোটি টাকা জমা করেছে।
গতি বাড়লে পাল্লা দিয়ে খরচও কি বাড়বে? বিশেষজ্ঞদের মতে, এ ক্ষেত্রে ডেটার দাম খুব সস্তা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সংস্থাগুলোর দাবি, ৪জি-র মতোই ৫জি-র ক্ষেত্রেও একাধিক ডেটা প্ল্যান রাখা হবে। তবে সেগুলোর দাম কত হবে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার পর এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের একটি অংশের আবার দাবি, ৪জি পরিষেবা দুনিয়ায় সবচেয়ে সস্তা ভারতেই। ৫জি-র ক্ষেত্রেও তেমন না হওয়ার কোনও কারণ নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy