পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে ক্রমেই ধৈর্য হারাচ্ছে আমজনতা। অন্য দিকে ‘ধীরে চলো’ নীতি নিয়ে জল-স্থল-বিমানবাহিনীকে প্রস্তুত রেখেছে নয়াদিল্লি। পাকিস্তানে ঢুকে ফৌজি অভিযান চালাতে কেন এত সময় নিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার? বিশ্লেষকদের একাংশ এর জন্য দায়ী করেছে বিশ্বের অন্যতম ‘সুপার পাওয়ার’কে। দেশটির নাম মার্কিন যুক্তরাষ্ট্র।
গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈশরন উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে ২৬ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ঘটনার নিন্দা করে বিবৃতি দেয় আমেরিকা। জঙ্গি হামলার পর থেকেই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে চড়তে থাকে উত্তেজনার পারদ। তাতে অবশ্য কোনও পক্ষকে সমর্থন করেনি ওয়াশিংটন। উল্টে সংঘাত এড়াতে সংযত হওয়ার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।