মাত্র চার দিনের লড়াইয়ে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ দশা! পাকিস্তানের বায়ুসেনাঘাঁটিগুলিতে আগুন ঝরিয়েছে ভারতীয় বিমানবাহিনী। সেই তালিকায় রয়েছে রাজধানী ইসলামাবাদ সংলগ্ন পঞ্জাব প্রদেশের চকলালার নূর খান ছাউনি। নয়াদিল্লি সেখানে আঘাত হানতেই কি সংঘর্ষবিরতিতে মরিয়া হয়ে ওঠেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা? লড়াই থামতেই এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
গত ৮ এবং ৯ মে রাতে ভারতের একাধিক বায়ুসেনাঘাঁটিকে নিশানা করে পাকিস্তানের বিমানবাহিনী। এর পরই পশ্চিমের প্রতিবেশী দেশটির আকাশসীমায় ঢুকে একের পর এক ছাউনিতে হামলা চালান এ দেশের যোদ্ধা পাইলটেরা। ফলে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসলামাবাদ। বেশ কিছু গণমাধ্যম এবং সমাজমাধ্যমে হামলার সময়কার ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে পাক বায়ুসেনাছাউনিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে।