ব্রিটিশ সংবাদপত্র ‘গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী মহিলা কৌঁসুলি অবাঞ্ছিত যৌন স্পর্শ ও কাম উত্তেজনা তৈরির অভিযোগ করেন চিফ প্রসিকিউটারের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, এ ব্যাপারে আইসিসির নজরদারি সংস্থা ‘ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট মেকানিজ়ম’-এর (আইওএম) দক্ষতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এ বছরের ২৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দেন করিম খান। গত ২০ মে পশ্চিম এশিয়ার গাজ়ায় যুদ্ধাপরাধের জন্য ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ের গ্যালেন্টকে দায়ী করেন তিনি। দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির কাছে আবেদন করেন সেখানকার চিফ প্রসিকিউটর।
নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের ওই বিবৃতির পর এই তিন দেশের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেয় নেতানিয়াহুর সরকার। সেখান থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ দেন বেঞ্জামিন। এই পরিস্থিতিতে হঠাৎ করেই আগের অবস্থান থেকে সরে আসে ব্রিটেন। নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, ‘‘আইসিসি কোনও নির্দেশ দিলে তা মানতে আমরা বাধ্য।’’
কিন্তু এর পরই অন্য দিকে মোড় নেয় এই ঘটনা। তিন বিচারপতির বেঞ্চে নিজের ওকালতনামা পেশ করেছিলেন করিম। ২৫ অক্টোবর রহস্যজনক ভাবে তাঁদের এক জনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তাঁর জায়গায় আসা নতুন বিচারপতি প্রথম থেকে বিষয়টি শুনবেন বলে জানিয়ে দেন। ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে এখনই যে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে না, তা বলাই বাহুল্য।
গত বছরের (পড়ুন ২০২৩) ৭ অক্টোবর গাজ়া থেকে ইহুদি ভূমিতে ঢুকে মারাত্মক হামলা চালায় ইরান মদতপুষ্ট হামাস। ওই ঘটনায় ১,২০০ ইজ়রায়েলি নাগরিকের মৃত্যু হয়। ২৫০ জনকে অপহরণ করে গাজ়ায় নিয়ে যায় সন্ত্রাসীরা। পাল্টা যুদ্ধ ঘোষণা করে প্রত্যাঘাতে নামে ইহুদি ফৌজ। এর পরই ইজ়রায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) বিরুদ্ধে গাজ়ায় হাসপাতাল ও স্কুলে বিমান হামলার অভিযোগ ওঠে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy