ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ থামলেও ‘ডুমুরের ফুল’ ইরানের শিয়া ধর্মগুরু তথা ‘সর্বোচ্চ নেতা’ (পড়ুন সুপ্রিম লিডার) আয়াতোল্লা আলি খামেনেই। সংঘাত চলাকালীন তাঁকে হত্যার হুমকি দেন ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফলে সংঘর্ষবিরতির মধ্যে তেল আভিভের গুপ্তচরবাহিনী মোসাদ যে ফের তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে না, এ কথা বলা কঠিন। সেই আশঙ্কা মাথায় রেখে ‘সর্বোচ্চ নেতা’র নিরাপত্তা আরও আঁটসাঁট করেছে তেহরান।
১৯৮৯ সালের ৬ অগস্ট থেকে সাবেক পারস্য দেশের শীর্ষ নেতার দায়িত্ব সামলাচ্ছেন আলি খামেনেই। তেহরানে ‘ইসলামীয় বিপ্লব’-এর পর গত সাড়ে চার দশকে বেশ কয়েক বার তাঁর প্রাণনাশের চেষ্টা করে গুপ্তঘাতকের দল। কিন্তু, প্রতি বারই অল্পের জন্য মৃত্যুকে ফাঁকি দিতে সক্ষম হন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তাকে হত্যার ষড়যন্ত্রে শুধুমাত্র যে ইজ়রায়েল জড়িত ছিল, এমন নয়।