Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Kapil Sharma Show

দেশভক্তির চেয়ে ‘খিলাড়ি’কে প্রাধান্য, শো’য়ের জনপ্রিয়তার জন্য কি যা খুশি করতে পারেন কপিল!

১০ সেপ্টেম্বর, শনিবার দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন পর্ব নিয়ে টিভির পর্দায় হাজির হন কপিল শর্মা। অনুষ্ঠানের শুরুতেই বিতর্কের মুখে পড়ে ‘দ্য কপিল শর্মা শো’।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৩২
Share: Save:
০১ ১৫
কপিল শর্মা কৌতুকাভিনেতা এবং অভিনেতা হিসাবে সফল হলেও দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’।

কপিল শর্মা কৌতুকাভিনেতা এবং অভিনেতা হিসাবে সফল হলেও দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’।

০২ ১৫
আবার কবে এই অনুষ্ঠান নিয়ে কপিল হাজির হবেন, সেই অপেক্ষায় দিন কাটাচ্ছিলেন তাঁর অনুরাগীরা। ১০ সেপ্টেম্বর, শনিবার দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন পর্ব নিয়ে টিভির পর্দায় হাজির হন কপিল।

আবার কবে এই অনুষ্ঠান নিয়ে কপিল হাজির হবেন, সেই অপেক্ষায় দিন কাটাচ্ছিলেন তাঁর অনুরাগীরা। ১০ সেপ্টেম্বর, শনিবার দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন পর্ব নিয়ে টিভির পর্দায় হাজির হন কপিল।

০৩ ১৫
নতুন পর্বেই চমক নিয়ে আসেন তিনি। অনুষ্ঠানের মুক্তির আগেই তিনি ঘোষণা করেছিলেন, ২০২২ সালে কমনওয়েলথ গেমসে যে ভারতীয় মহিলারা সোনার মেডেল জিতেছেন, তাঁদের অতিথি হিসাবে নিয়ে আসছেন কপিল।

নতুন পর্বেই চমক নিয়ে আসেন তিনি। অনুষ্ঠানের মুক্তির আগেই তিনি ঘোষণা করেছিলেন, ২০২২ সালে কমনওয়েলথ গেমসে যে ভারতীয় মহিলারা সোনার মেডেল জিতেছেন, তাঁদের অতিথি হিসাবে নিয়ে আসছেন কপিল।

০৪ ১৫
ইনস্টাগ্রামে স্বর্ণমেডেলপ্রাপ্ত ‘গোল্ডেন গার্লস’-এর সঙ্গে ছবি তুলে পোস্টও করেছিলেন তিনি। কিন্তু প্রথম পর্বে দেখা দেল অন্য মুখ। স্বর্ণমেডেল বিজেতাদের পরিবর্তে এই পর্বে অতিথি হয়ে আসতে দেখা গেল বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার’কে।

ইনস্টাগ্রামে স্বর্ণমেডেলপ্রাপ্ত ‘গোল্ডেন গার্লস’-এর সঙ্গে ছবি তুলে পোস্টও করেছিলেন তিনি। কিন্তু প্রথম পর্বে দেখা দেল অন্য মুখ। স্বর্ণমেডেল বিজেতাদের পরিবর্তে এই পর্বে অতিথি হয়ে আসতে দেখা গেল বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার’কে।

০৫ ১৫
তাঁর সঙ্গে ছিলেন রকুলপ্রীত সিংহ। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কঠপুতলী’ ছবিটি। এই ছবির প্রচারেই অক্ষয়-রকুল এসেছিলেন কপিলের অনুষ্ঠানে।

তাঁর সঙ্গে ছিলেন রকুলপ্রীত সিংহ। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কঠপুতলী’ ছবিটি। এই ছবির প্রচারেই অক্ষয়-রকুল এসেছিলেন কপিলের অনুষ্ঠানে।

০৬ ১৫
কানাঘুষো শোনা যাচ্ছে, অনুষ্ঠানের ‘টিআরপি’ বাড়াতেই সিদ্ধান্ত বদল করেছেন তিনি। শনিবারের বদলে রবিবার যদি  অক্ষয় কুমারের সঙ্গে শ্যুট করা পর্বটি দেখানো হত, তা হলে তিনি বহু দর্শক হারাতেন।

কানাঘুষো শোনা যাচ্ছে, অনুষ্ঠানের ‘টিআরপি’ বাড়াতেই সিদ্ধান্ত বদল করেছেন তিনি। শনিবারের বদলে রবিবার যদি অক্ষয় কুমারের সঙ্গে শ্যুট করা পর্বটি দেখানো হত, তা হলে তিনি বহু দর্শক হারাতেন।

০৭ ১৫
রবিবার এশিয়া কাপের ম্যাচ থাকায় প্রায় সকলেই খেলা দেখতেন। ছোট পর্দায় ম্যাচ দেখার সুযোগ ছেড়ে কেউ তাঁর অনুষ্ঠান দেখবেন না এমনটাই ভেবেছিলেন কপিল। এর ফলে অনুষ্ঠানের টিআরপি-তে প্রভাব পড়ত।

রবিবার এশিয়া কাপের ম্যাচ থাকায় প্রায় সকলেই খেলা দেখতেন। ছোট পর্দায় ম্যাচ দেখার সুযোগ ছেড়ে কেউ তাঁর অনুষ্ঠান দেখবেন না এমনটাই ভেবেছিলেন কপিল। এর ফলে অনুষ্ঠানের টিআরপি-তে প্রভাব পড়ত।

০৮ ১৫
তাই টিআরপি বাড়াতে শনিবারেই অক্ষয়-রকুলপ্রীতের পর্বটি দেখানো হয়। বলিপাড়ার অধিকাংশের দাবি, দেশভক্তির চেয়ে নিজের অনুষ্ঠানের টিআরপি-কে বেশি মূল্য দিচ্ছেন কপিল।

তাই টিআরপি বাড়াতে শনিবারেই অক্ষয়-রকুলপ্রীতের পর্বটি দেখানো হয়। বলিপাড়ার অধিকাংশের দাবি, দেশভক্তির চেয়ে নিজের অনুষ্ঠানের টিআরপি-কে বেশি মূল্য দিচ্ছেন কপিল।

০৯ ১৫
শুধু অতিথির বদল নয়, বদল এসেছে অনুষ্ঠানের পরিচিত মুখেও। ক্রুষ্ণা অভিষেকের পাশাপাশি অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন চন্দন প্রভাকর।

শুধু অতিথির বদল নয়, বদল এসেছে অনুষ্ঠানের পরিচিত মুখেও। ক্রুষ্ণা অভিষেকের পাশাপাশি অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন চন্দন প্রভাকর।

১০ ১৫
একের পর এক দক্ষ কৌতুকাভিনেতা হাতছাড়া হলে এই অনুষ্ঠানের প্রতি দর্শকের আকর্ষণ কমে যেতে পারে। তাই আবার ভারতী সিংহকে অনুষ্ঠানে ফিরিয়ে নিয়ে এসেছেন কপিল।

একের পর এক দক্ষ কৌতুকাভিনেতা হাতছাড়া হলে এই অনুষ্ঠানের প্রতি দর্শকের আকর্ষণ কমে যেতে পারে। তাই আবার ভারতী সিংহকে অনুষ্ঠানে ফিরিয়ে নিয়ে এসেছেন কপিল।

১১ ১৫
নতুন পর্ব শুরু হওয়ার আগে ভারতী নিজেই ঘোষণা করেছিলেন যে, তাঁকে আর কপিল শর্মার কোনও পর্বে দেখা যাবে না। তবে সিদ্ধান্তে এমন বদল হওয়ার কারণ কী?

নতুন পর্ব শুরু হওয়ার আগে ভারতী নিজেই ঘোষণা করেছিলেন যে, তাঁকে আর কপিল শর্মার কোনও পর্বে দেখা যাবে না। তবে সিদ্ধান্তে এমন বদল হওয়ার কারণ কী?

১২ ১৫
এই প্রসঙ্গে ভারতী জানিয়েছেন, কপিলের সঙ্গে তাঁর বহু দিনের সম্পর্ক। ‘সারেগামাপা’-র শ্যুটিং নিয়ে দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন ভারতী।

এই প্রসঙ্গে ভারতী জানিয়েছেন, কপিলের সঙ্গে তাঁর বহু দিনের সম্পর্ক। ‘সারেগামাপা’-র শ্যুটিং নিয়ে দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন ভারতী।

১৩ ১৫
শ্যুটিংয়ের শেষে তাঁর ছেলেকেও সময় দিতে হয়। তাই তাঁর কাছে নতুন কোনও কাজ শুরু করার সময় নেই।

শ্যুটিংয়ের শেষে তাঁর ছেলেকেও সময় দিতে হয়। তাই তাঁর কাছে নতুন কোনও কাজ শুরু করার সময় নেই।

১৪ ১৫
তিনি আরও জানান, এই অনুষ্ঠানে তাঁকে প্রতিটি পর্বে দেখা না গেলেও কয়েকটিতে দেখা যাবে।

তিনি আরও জানান, এই অনুষ্ঠানে তাঁকে প্রতিটি পর্বে দেখা না গেলেও কয়েকটিতে দেখা যাবে।

১৫ ১৫
এই নিয়ে গুঞ্জন ছড়াতে পারে ভেবে তিনি আগে থেকেই জানিয়ে দিয়েছেন, প্রতি এপিসোডে তাঁকে অনুষ্ঠানে দেখতে পাওয়া না গেলে যেন কোনও ভুল বার্তা ছড়ানো না হয়।

এই নিয়ে গুঞ্জন ছড়াতে পারে ভেবে তিনি আগে থেকেই জানিয়ে দিয়েছেন, প্রতি এপিসোডে তাঁকে অনুষ্ঠানে দেখতে পাওয়া না গেলে যেন কোনও ভুল বার্তা ছড়ানো না হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE