ইজ়রায়েলকে বিপদে ফেলতে ‘ইসলামীয় নেটো’ তৈরির দাবিতে সরব পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তার সলতে পাকানোর কাজ শুরু করেছে ইসলামাবাদ। অন্য দিকে, ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে ক্রমাগত ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছেন রাওয়ালপিন্ডির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ-হেন জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পশ্চিম এশিয়ার ‘বন্ধু’ ইহুদি রাষ্ট্র। একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
ইজ়রায়েলি গণমাধ্যম ‘আই২৪’-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নয়াদিল্লি সফর করবেন ইহুদিভূমির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী-সহ মোট চার জন ‘হেভিওয়েট’ রাজনৈতিক নেতা। এতটা কম সময়ে সেখানকার একের পর এক মন্ত্রীর ভারতে আসাকে ‘নজিরবিহীন’ বললে অত্যুক্তি করা হবে না। এতে দু’পক্ষের সম্পর্ক যে মজবুত হবে, তাতে কোনও সন্দেহ নেই। শুধু তা-ই নয়, এই সময়সীমার মধ্যে একাধিক অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে দু’তরফে চুক্তি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সাবেক সেনাকর্তারা।