এক দিকে চিনা নৌবাহিনীর দৌরাত্ম্য। অন্য দিকে দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নামে উত্তর কোরিয়ার উৎপাত। জোড়া ফলায় জাপানের কাহিল দশা। এ-হেন চাপের মুখে আতঙ্ক কাটিয়ে উঠে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের প্রযুক্তি তৈরি করে ফেলল প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপরাষ্ট্র। নতুন প্রজন্মের অস্ত্রটিকে রণতরী রক্ষার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে টোকিয়ো। শুধু তা-ই নয়, প্রতিরক্ষা প্রদর্শনীতে সংশ্লিষ্ট হাতিয়ারটির একটি মডেল প্রকাশ্যে এনে গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে ‘সূর্যোদয়ের দেশ’।
জাপানি প্রতিরক্ষা বিজ্ঞানীদের তৈরি ওই অস্ত্রের নাম ‘রেলগান’। এতে অবশ্য কোনও বারুদের ব্যবহার করেননি তাঁরা। তড়িচ্চুম্বকীয় শক্তির সাহায্যে এই হাতিয়ার চোখের নিমেষে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করবে বলে দাবি করেছে টোকিয়ো। পাশাপাশি, ড্রোন এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রকেও আটকে দেবে উচ্চ গতি সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির এই ‘রেলগান’।