Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Kapil Sharma

Kapil Sharma: হবু স্ত্রীর পরিবার বড্ড ধনী! কপিল ধরেই নিয়েছিলেন সম্পর্ক টিকবে না

এই প্রথম স্ত্রী গিনি চাতার্থের সঙ্গে তাঁর সম্পর্কের গোড়ার কথা নিয়ে মুখ খুলেছেন কপিল।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৬:৩৭
Share: Save:
০১ ১৭
মঞ্চে সদা চপল কৌতুকাভিনেতা কপিল শর্মার জীবনেও না কি ‘সিরিয়াস’ সমস্যা ছিল!

মঞ্চে সদা চপল কৌতুকাভিনেতা কপিল শর্মার জীবনেও না কি ‘সিরিয়াস’ সমস্যা ছিল!

০২ ১৭
জনপ্রিয়তায়, উপার্জনে বলিউডের তারকাদের টক্কর দেওয়া কপিল তাঁর মধ্যবিত্ত জীবনের কথা আড়াল করেননি কোনও দিন।

জনপ্রিয়তায়, উপার্জনে বলিউডের তারকাদের টক্কর দেওয়া কপিল তাঁর মধ্যবিত্ত জীবনের কথা আড়াল করেননি কোনও দিন।

০৩ ১৭
বরং বেশ ফলাও করেই জানিয়েছেন, কী ভাবে স্বপ্নের পিছনে দৌড়ে সাধারণ পরিবার থেকে মুম্বইয়ে পৌঁছেছিলেন তিনি এবং সেখান থেকে বানিয়েছিলেন নিজের স্বপ্নের কেরিয়ার।

বরং বেশ ফলাও করেই জানিয়েছেন, কী ভাবে স্বপ্নের পিছনে দৌড়ে সাধারণ পরিবার থেকে মুম্বইয়ে পৌঁছেছিলেন তিনি এবং সেখান থেকে বানিয়েছিলেন নিজের স্বপ্নের কেরিয়ার।

০৪ ১৭
সেই প্রক্রিয়ায় কম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়নি তাঁকে। তবে সম্প্রতি কপিল তাঁর জীবনের এক অন্য প্রতিকূলতা এবং সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন।

সেই প্রক্রিয়ায় কম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়নি তাঁকে। তবে সম্প্রতি কপিল তাঁর জীবনের এক অন্য প্রতিকূলতা এবং সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন।

০৭ ১৭
তিনি ভেবেছিলেন, তাঁদের সম্পর্ক টিকবে না। তাই গিনিকে বিয়ে করার ব্যাপারেও দ্বিধান্বিত ছিলেন তারকা কৌতুকাভিনেতা।

তিনি ভেবেছিলেন, তাঁদের সম্পর্ক টিকবে না। তাই গিনিকে বিয়ে করার ব্যাপারেও দ্বিধান্বিত ছিলেন তারকা কৌতুকাভিনেতা।

০৮ ১৭
একটি সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘‘গিনি জালন্ধরের মেয়েদের কলেজে পড়াশোনা করত। আর আমি পড়তাম একটি কো-এড কলেজে। গিনি আমার থেকে ৩-৪ বছরের জুনিয়র। আমাদের দেখা হওয়ার কথাই ছিল না।’’

একটি সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘‘গিনি জালন্ধরের মেয়েদের কলেজে পড়াশোনা করত। আর আমি পড়তাম একটি কো-এড কলেজে। গিনি আমার থেকে ৩-৪ বছরের জুনিয়র। আমাদের দেখা হওয়ার কথাই ছিল না।’’

০৯ ১৭
সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান কপিল তখন কমার্শিয়াল আর্টস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনার করছেন। হাত খরচের টাকা জোগাতে থিয়েটারে অভিনয় করছেন। বিভিন্ন কলেজে ঘুরে ঘুরে থিয়েটার শেখাচ্ছেনও। সে ভাবেই এক দিন গিনির কলেজে হাজির হন কপিল।

সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান কপিল তখন কমার্শিয়াল আর্টস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনার করছেন। হাত খরচের টাকা জোগাতে থিয়েটারে অভিনয় করছেন। বিভিন্ন কলেজে ঘুরে ঘুরে থিয়েটার শেখাচ্ছেনও। সে ভাবেই এক দিন গিনির কলেজে হাজির হন কপিল।

১০ ১৭
কপিল বলেছেন, ‘‘গিনি তখন আমার ভাল ছাত্রী ছিল। যদিও বিয়ের পর এখন ওই আমাকে  সব শেখায়।’’

কপিল বলেছেন, ‘‘গিনি তখন আমার ভাল ছাত্রী ছিল। যদিও বিয়ের পর এখন ওই আমাকে সব শেখায়।’’

১১ ১৭
তবে কলেজে তখন প্রিয় ছাত্রী গিনিকে একটু বেশি গুরুত্ব দিয়েছিলেন কপিল। গিনিকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিলেন। অন্য দিকে, গিনিও পছন্দ করতে শুরু করেছিলেন কপিলকে। সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘‘দেখলাম ম্যাডামেরও আমাকে ভাল লাগছে।’’

তবে কলেজে তখন প্রিয় ছাত্রী গিনিকে একটু বেশি গুরুত্ব দিয়েছিলেন কপিল। গিনিকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিলেন। অন্য দিকে, গিনিও পছন্দ করতে শুরু করেছিলেন কপিলকে। সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘‘দেখলাম ম্যাডামেরও আমাকে ভাল লাগছে।’’

১২ ১৭
কপিলের এতে খুশি হওয়ারই কথা ছিল। কিন্তু বদলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। গিনিকে নিরস্ত করার চেষ্টাও করেন।

কপিলের এতে খুশি হওয়ারই কথা ছিল। কিন্তু বদলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। গিনিকে নিরস্ত করার চেষ্টাও করেন।

১৩ ১৭
কপিলের কথায়, ‘‘আমি ওকে বলেছিলাম, তুমি যে গাড়িতে চড়ে রোজ কলেজে আসো, আমার গোটা পরিবারকে এক সঙ্গে বিক্রি করে দিলেও ওই দাম উঠবে না।’’

কপিলের কথায়, ‘‘আমি ওকে বলেছিলাম, তুমি যে গাড়িতে চড়ে রোজ কলেজে আসো, আমার গোটা পরিবারকে এক সঙ্গে বিক্রি করে দিলেও ওই দাম উঠবে না।’’

১৪ ১৭
বস্তুত অর্থনৈতিক ভাবে দু’প্রান্তে থাকা দুই পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয় বলেই মনে হয়েছিল কপিলের। তবে সেই ধারণা যে ভুল ছিল, তা এত দিনে স্পষ্ট।

বস্তুত অর্থনৈতিক ভাবে দু’প্রান্তে থাকা দুই পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয় বলেই মনে হয়েছিল কপিলের। তবে সেই ধারণা যে ভুল ছিল, তা এত দিনে স্পষ্ট।

১৫ ১৭
এখন কপিল কোটিপতি। ২৬০ কোটি টাকার সম্পত্তির মালিক। বিয়ে করেছেন গিনিকেই। দু’টি ফুটফুটে সন্তানের বাবা-মা দু’জনেই।

এখন কপিল কোটিপতি। ২৬০ কোটি টাকার সম্পত্তির মালিক। বিয়ে করেছেন গিনিকেই। দু’টি ফুটফুটে সন্তানের বাবা-মা দু’জনেই।

১৬ ১৭
সেই কপিল শর্মা এখন নিজেই একটি নাম, প্রতিষ্ঠান বিশেষ। নিজেই  ‘ব্র্যান্ড নেম’!

সেই কপিল শর্মা এখন নিজেই একটি নাম, প্রতিষ্ঠান বিশেষ। নিজেই ‘ব্র্যান্ড নেম’!

১৭ ১৭
কপিলের জীবনের গল্প বড় পর্দায় দেখা যেতে চলেছে। নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, ‘অমৃতসরের রাস্তা থাকে মুম্বইয়ের স্টুডিয়ো—এটাই কপিল শর্মার জার্নি। তিনি নিরন্তর মনোরঞ্জনের উৎস। নেটফ্লিক্সের সঙ্গে কমেডি স্পেশ্যাল শো করতে চলেছেন কপিল। সেটাই তাঁর স্ট্রিমিং ডেবিউ।’’ এমনটাও কি সেদিন ভেবেছিলেন গিনি?

কপিলের জীবনের গল্প বড় পর্দায় দেখা যেতে চলেছে। নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, ‘অমৃতসরের রাস্তা থাকে মুম্বইয়ের স্টুডিয়ো—এটাই কপিল শর্মার জার্নি। তিনি নিরন্তর মনোরঞ্জনের উৎস। নেটফ্লিক্সের সঙ্গে কমেডি স্পেশ্যাল শো করতে চলেছেন কপিল। সেটাই তাঁর স্ট্রিমিং ডেবিউ।’’ এমনটাও কি সেদিন ভেবেছিলেন গিনি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE