Know about lesser known wives of famous bollywood directors dgtl
Bollywood Gossip
কেউ মডেল, কেউ প্রাক্তন পাইলট! রোশনাইয়ের আড়ালে থাকা জনপ্রিয় পরিচালকদের জীবনসঙ্গিনীদের চেনেন?
দক্ষিণী ফিল্মজগতের খ্যাতনামী পরিচালকদের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়েছেন মণিরত্নম। ১৯৮৮ সালে দক্ষিণী অভিনেত্রী সুহাসিনীকে বিয়ে করেন তিনি। বিয়ের চার বছর পর ১৯৯২ সালে পুত্রসন্তানের জন্ম দেন সুহাসিনী।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১১:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
জীবনসঙ্গীদের যাবতীয় সৃষ্টি ক্যামেরার পিছনে। আলোর রোশনাই ঘিরে তাঁদের কাজকর্ম। অথচ সেই বলি পরিচালকদের জীবনসঙ্গিনীরা বেশির ভাগ সময়ই থেকেছেন ক্যামেরার আড়ালে, প্রচারের আড়়ালে। সন্দীপ রেড্ডি বাঙ্গা থেকে মণিরত্নম— চলচ্চিত্রজগতের এই জনপ্রিয় পরিচালকদের স্ত্রীদের চেনেন?
০২১৫
‘মগধীরা’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘বাহুবলী ২: দ্য কনক্লুসন’, ‘আরআরআর’-এর মতো হিট ছবি পরিচালনা করেছেন এসএস রাজামৌলী। ২০০১ সালে তুতোভাই কীরাভানির বৌদি রামা নামের এক তরুণীকে বিয়ে করেন। রাজামৌলির দূরসম্পর্কের আত্মীয়া ছিলেন রামা। তিনি বিবাহবিচ্ছিন্না ছিলেন। প্রথম বিয়ে থেকে এক পুত্রসন্তান ছিল তাঁর।
০৩১৫
বিয়ের পর এক কন্যাসন্তানকে দত্তক নেন রাজামৌলী। তাঁর একাধিক ছবিতে পোশাক পরিকল্পকের দায়িত্ব পালন করেছেন রাজামৌলীর স্ত্রী।
০৪১৫
দক্ষিণী ফিল্মজগতের খ্যাতনামী পরিচালকদের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়েছেন মণিরত্নম। ১৯৮৮ সালে দক্ষিণী অভিনেত্রী সুহাসিনীকে বিয়ে করেন তিনি। বিয়ের চার বছর পর ১৯৯২ সালে পুত্রসন্তানের জন্ম দেন সুহাসিনী।
০৫১৫
১৯৮০ সালে তামিল ছবির হাত ধরে বড় পর্দায় অভিনয় শুরু করেন সুহাসিনী। তামিল ছবির পাশাপাশি কন্নড় এবং তেলুগু ভাষার ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
০৬১৫
বিয়ের পর মণিরত্নমের সঙ্গে প্রযোজনা সংস্থার দায়দায়িত্ব সামলাতে শুরু করেন সুহাসিনী। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুথম পুড়ু কালাই’ নামের তামিল ভাষার একটি ছবিতে অভিনয়ের পাশাপাশি সহ-পরিচালনা করেছিলেন তিনি।
০৭১৫
‘লগান’, ‘জোধা আকবর’, ‘স্বদেশ’-এর মতো একাধিক হিন্দি ছবি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক আশুতোষ গোয়ারিকর। ১৯৮৮ সালে সুনীতা মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি।
০৮১৫
বলি অভিনেতা দেব মুখোপাধ্যায়ের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান সুনীতা। পেশায় মডেল ছিলেন তিনি। একাধিক সংস্থার বিজ্ঞাপনে অভিনয়ও দেখা গিয়েছে তাঁর।
০৯১৫
বিয়ের পর স্বামী এবং দুই পুত্রকে নিয়ে সংসার সুনীতার। ‘স্বদেশ’, ‘জোধা আকবর’, ‘হোয়াট’স ইয়োর রাশি?’ নামের একাধিক ছবিতে প্রযোজনার দায়িত্ব সামলেছেন আশুতোষের স্ত্রী।
১০১৫
২০০৩ সালে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির মাধ্যমে পরিচালনার জগতে কেরিয়ার শুরু করেন রাজকুমার হিরানী। তার পর তাঁর কেরিয়ারের ঝুলি ভরাতে থাকে ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘ডানকি’র মতো ছবি। কেরিয়ার শুরুর আগেই বিয়ে সেরে ফেলেন রাজকুমার।
১১১৫
১৯৯৪ সালে মনজিৎ লাম্বাকে বিয়ে করেন রাজকুমার। পেশায় পাইলট ছিলেন মনজিৎ। ২৪ বছর এই পেশার সঙ্গে যুক্ত থাকার পর সেই চাকরি ছেড়ে দেন তিনি।
১২১৫
‘রং দে বসন্তি’, ‘দিল্লি ৬’, ‘ভাগ মিলখা ভাগ’-এর মতো হিন্দি ছবির পরিচালনার পাশাপাশি প্রযোজনা করে বলিপাড়ায় নাম কুড়িয়েছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ১৯৯২ সালে পিএস ভারতীকে বিয়ে করেন তিনি।
১৩১৫
হিন্দি ছবিতে সম্পাদনা এবং কার্যনির্বাহী প্রযোজনার কাজ করেন ভারতী। তবে রাকেশের ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মির্জ়া’ ছবিতে শেষ বারের মতো সম্পাদনার দায়িত্ব সামলেছেন তিনি।
১৪১৫
‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিংহ’ এবং ‘অ্যানিম্যাল’ ছবি পরিচালনা করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন সন্দীপ রেড্ডি বাঙ্গা। অধিকাংশ সময় প্রচারের আলোয় থাকেন সন্দীপ। কিন্তু আলোর রোশনাই থেকে শত হস্ত দূরে থাকেন তাঁর স্ত্রী মনীষা রেড্ডি।
১৫১৫
২০১৪ সালে মনীষাকে বিয়ে করেন সন্দীপ। বিয়ের পর এক পুত্র এবং এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। ফ্যাশনের প্রতি আগ্রহ রয়েছে তাঁর। পেশায় শিল্পোদ্যোক্তা সন্দীপের স্ত্রী।