বিভিন্ন অনুষ্ঠানে ও সাক্ষাৎকারে মাঝেমাঝে তারকা অভিনেত্রীরা বন্ধুত্ব নিয়ে যা দাবি করেন তা সবটাই লোকদেখানো বলে মনে করা হয়। একসঙ্গে চলচ্চিত্রে কাজ করতে গিয়ে দুই নায়িকার মন কষাকষি কটু কথা ও হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে এমন নজির বলিউডে ভূরি ভূরি। সেই তালিকায় আছেন করিনা কপূর খান। তাঁর সঙ্গে সহ-অভিনেত্রীদের সম্পর্ক নাকি মোটেই ভাল নয়।