Know what Priyanka Chopra’s younger brother Siddharth Chopra and his wife Neelam Upadhyaya do dgtl
Siddharth-Neelam Marriage
কেরিয়ারের দোহাই দিয়ে ভেঙেছিলেন বিয়ে! দক্ষিণী নায়িকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলি নায়িকার ভাই
এর আগেও নাকি দু’বার বিয়ে ঠিক হয়েছিল সিদ্ধার্থের। কিন্তু দু’বারই সেই বিয়ে ভেঙে যায়। কণিকা মাথুর নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সিদ্ধার্থ। ২০১৪ সালে দুই পরিবারের মত নিয়ে তাঁদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
ভাইয়ের বিয়ে বলে কথা! তাই পরিবারসমেত লস অ্যাঞ্জেলেস থেকে উড়ে মুম্বই পৌঁছেছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। স্বামী এবং গায়ক নিক জোনাস এবং কন্যা মালতীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে নিয়ে নায়িকা যে মেতে রয়েছেন, সমাজমাধ্যমে সেই মুহূর্তের ছবি পোস্ট করে জানান দিচ্ছেন তিনি।
০২১৫
গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রিয়ঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া। বড় পর্দার এক অভিনেত্রী নীলম উপাধ্যায়কে বিয়ে করছেন তিনি। ২০২৪ সালের এপ্রিল মাসে নীলমের সঙ্গে রোকা হওয়ার পর সেই বছরের অগস্ট মাসে তাঁদের আংটিবদলের অনুষ্ঠান সারা হয়েছিল।
০৩১৫
চলতি বছরের ফেব্রুয়ারি মাস, অর্থাৎ প্রেমের মাসেই অভিনেত্রীকে বিয়ে করছেন সিদ্ধার্থ। ১৯৮৯ সালের জুলাই মাসে জন্ম সিদ্ধার্থের। প্রিয়ঙ্কার চেয়ে সাত বছরের ছোট তিনি। স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন সিদ্ধার্থ।
০৪১৫
সুইৎজ়ারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে হোটেল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেন সিদ্ধার্থ। পেশায় রন্ধনশিল্পী ছিলেন তিনি।
০৫১৫
বলিপাড়া সূত্রে খবর, পুণেতে একটি পানশালা রয়েছে সিদ্ধার্থের। কিন্তু বেশি দিন এই পেশার সঙ্গে জড়িয়ে ছিলেন না তিনি। দিদির পদাঙ্ক অনুসরণ করে সিদ্ধার্থও বলিপাড়ার দিকে ঝুঁকে পড়েন।
০৬১৫
লন্ডনে গিয়ে সেখানে সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা শুরু করেন সিদ্ধার্থ। লন্ডন থেকে মুম্বই গিয়ে তিনি প্রিয়ঙ্কার সঙ্গে নায়িকার প্রযোজনা সংস্থায় কাজ করতে শুরু করেন। ‘পানি’, ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’ এবং ‘ভেন্টিলেটর’ নামের একাধিক ছবির প্রযোজনা করেছেন সিদ্ধার্থ।
০৭১৫
প্রিয়ঙ্কার মা মধু চোপড়ার দাবি, দিদির সাফল্যের জন্যই নাকি সিদ্ধার্থকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল। বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকেন সিদ্ধার্থ। চোপড়া পরিবার যেন প্রিয়ঙ্কার জনপ্রিয়তার আলোয় আলোকিত। এক পুরনো সাক্ষাৎকারে মধু বলেছিলেন, ‘‘প্রিয়ঙ্কাকে নিয়ে আমরা সকলেই ব্যস্ত ছিলাম। ওর বাবা পুরো সময় মেয়ের জন্য রেখেছিলেন। ফলে ছেলেকে গোটা কৈশোর একা একা ব়ড় হতে হয়েছে। দিদির সাফল্যের ক্ষতিপূরণ দিতে হয়েছে ওকে।’’ প্রতি দিন ছেলেকে কষ্ট পেতে দেখতেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন মধু। তবে যার শেষ ভাল তার সব ভাল। দুই ছেলেমেয়ে নিজের জীবনে ভাল কিছু করতে পারায় খুশি প্রিয়ঙ্কার মা।
০৮১৫
বলিপাড়া সূত্রে খবর, এর আগেও নাকি দু’বার বিয়ে ঠিক হয়েছিল সিদ্ধার্থের। কিন্তু দু’বারই সেই বিয়ে ভেঙে যায়। কণিকা মাথুর নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সিদ্ধার্থ। ২০১৪ সালে দুই পরিবারের মত নিয়ে তাঁদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কোনও এক অজানা কারণে তাঁদের বিয়ে ভেঙে যায়। বিয়ে ভাঙার পাশাপাশি নিজেদের সম্পর্কেও ইতি টেনেছিলেন সিদ্ধার্থ এবং কণিকা।
০৯১৫
কানাঘুষো শোনা যেতে থাকে, বিয়ে করলে কেরিয়ার থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়তে পারেন বলে নাকি সিদ্ধার্থই বিয়ে ভেঙে দিয়েছিলেন। কণিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ঈশিতা কুমার নামে এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল সিদ্ধার্থের। দু’জনের বন্ধুত্ব গড়িয়ে গিয়েছিল প্রেমে।
১০১৫
বলিপাড়া সূত্রে খবর, লন্ডনে থাকতেন ঈশিতা। সিদ্ধার্থের সঙ্গে তিন বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল তাঁর। ২০১৯ সালে প্রিয়ঙ্কার বিয়ের ঠিক পরেই ঈশিতার সঙ্গে বাগ্দান সেরে ফেলেছিলেন সিদ্ধার্থ। তাঁদের দিল্লির বাড়িতে হয়েছিল রোকার অনুষ্ঠান।
১১১৫
কানাঘুষো শোনা গিয়েছিল, ২০১৯ সালেই নাকি ঈশিতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন সিদ্ধার্থ। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই ভেঙে গিয়েছিল সেই সম্পর্কও।
১২১৫
তার পর নাকি বড় পর্দার অভিনেত্রী নীলম উপাধ্যায়ের প্রেমে পড়েন সিদ্ধার্থ। বছর কয়েক প্রেমপর্ব চলে তাঁদের। বলিপাড়ার গুঞ্জন, ডেটিং অ্যাপ থেকে সিদ্ধার্থের সঙ্গে আলাপ হয়েছিল নীলমের।
১৩১৫
১৯৯৩ সালের অক্টোবর মাসে মুম্বইয়ে জন্ম নীলমের। ২০১২ সালে ‘মিস্টার ৭’ নামের তেলুগু ভাষার ছবির হাত ধরে অভিনয়জগতে কেরিয়ার শুরু করেন নীলম। যদিও ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করেনি।
১৪১৫
২০১৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলুগু ভাষার প্রথম ত্রিমাত্রিক ছবি ‘অ্যাকশন ৩ডি’। এই ছবির নায়িকা ছিলেন নীলম। তেলুগু ছবির পাশাপাশি তামিল ভাষার ছবিতেও অভিনয় করেন তিনি।
১৫১৫
‘উন্নোরু ওরু নাল’ এবং ‘ওম শান্তি ওম’ নামের দু’টি তামিল ছবিতে অভিনয় করতে দেখা যায় নীলমকে। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘তামাশা’ নামের তেলুগু ভাষার ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় প্রিয়ঙ্কার ভ্রাতৃবধূকে।