Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Aryan Khan Drugs Case

শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার ছক! আরিয়ানের সঙ্গে ছবিও তোলেন এই গোয়েন্দা

শাহরুখের পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল বলে অভিযোগ। মাদক মামলায় আরিয়ানকে ছাড় দিতেই ওই পরিমাণ টাকা চাওয়া হয় বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২০ মে ২০২৩ ০৮:৫৮
Share: Save:
০১ ১৫
Photo of Aryan Khan

২০২১ সালের ২ অক্টোবর। ওই দিনই মাদক কারবারের অভিযোগে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ানকে। যে গ্রেফতারি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশ জুড়ে। এর পর মুম্বইয়ে আরব সাগরের তীরে অনেক জলই গড়িয়েছে। কয়েক দিন জেলযাপনের পর শেষে জামিন পান শাহরুখ-পুত্র। পরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরিয়ানকে ক্লিনচিট দেয়। ২ বছর পর আবার আলোচনায় এসেছে ওই ঘটনা।

ছবি সংগৃহীত।

০২ ১৫
Photo of Aryan Khan

প্রমোদতরীতে মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এনসিবি। সেই অভিযানের নেতৃত্বে ছিলেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে।

ছবি সংগৃহীত।

০৩ ১৫
Photo of Sameer Wankhede

সম্প্রতি, সেই সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রুজু করেছে সিবিআই। শুধু সমীর নন, আরও ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। কিন্তু কী অভিযোগ?

ছবি সংগৃহীত।

০৪ ১৫
Photo of Aryan Khan

শাহরুখের পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল বলে অভিযোগ। মাদক মামলায় আরিয়ানকে ছাড় দিতেই ওই পরিমাণ টাকা চাওয়া হয় বলে অভিযোগ।

ছবি সংগৃহীত।

০৫ ১৫
Photo of KP Gosavi

এই ঘুষ নেওয়ার মামলাতেই উঠে এসেছে কেপি গোসাভি নামে এক গোয়েন্দার নাম। সিবিআই দাবি করেছে, আরিয়ানের পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন গোসাভি।

ছবি সংগৃহীত।

০৬ ১৫
Photo of Aryan Khan

অভিযোগ, গোসাভি এনসিবি-র কেউ নন। কিন্তু সে দিন প্রমোদতরীতে অভিযানে সমীরের নির্দেশেই কাজ করেছিলেন গোসাভি। গোসাভি ছাড়াও আরও এক জনের নাম উঠে এসেছে, তিনি প্রভাকর সেইল। বর্তমানে তিনি মৃত।

ছবি সংগৃহীত।

০৭ ১৫
Photo of Aryan Khan

গোসাভির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? সিবিআইয়ের এফআইআরে দাবি করা হয়েছে যে, শাহরুখ-পুত্রের পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার ছক কষেছিলেন গোসাভি।

ছবি সংগৃহীত।

০৮ ১৫
Photo of Aryan Khan

মাদক মামলা থেকে আরিয়ানকে রেহাই দিতে শাহরুখের পরিবারের সঙ্গে ঘুষের অঙ্ক নিয়ে নাকি গোসাভির দর কষাকষিও হয়। শেষে ১৮ কোটি টাকায় রফার সিদ্ধান্ত নেওয়া হয়।

ছবি সংগৃহীত।

০৯ ১৫
Photo of KP Gosavi

এমনকি, ৫০ লক্ষ টাকা নাকি গোসাভিকে দেওয়া হয়েছিল। এই চক্রান্তে গোসাভির সঙ্গে আরও কয়েক জন জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন গোসাভির সহযোগী সানভিল ডি’সুজা।

ছবি সংগৃহীত।

১০ ১৫
Photo of Sameer Wankhede

সিবিআইয়ের এফআইআরে আরও দাবি করা হয়েছে যে, ওই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করতে গোসাভি এবং প্রভাকরকে নিয়োগ করেছিলেন সমীর।

ছবি সংগৃহীত।

১১ ১৫
Photo of KP Gosavi  and aryan khan

ব্যক্তিগত গোয়েন্দা হিসাবে যাবতীয় নিয়ম লঙ্ঘন করেছেন গোসাভি। আরিয়ানের সঙ্গে নিজস্বী তুলতেও দেখা গিয়েছে গোসাভিকে। যে ছবি প্রকাশ্যে এসেছে।

ছবি সংগৃহীত।

১২ ১৫
Photo of KP Gosavi  and aryan khan

এনসিবি দফতরে গোসাভির উপস্থিতি নিয়ে প্রথমে প্রশ্ন তুলে ছিলেন এনসিপি নেতা নবাব মালিক। আরিয়ানের সঙ্গে গোসাভির নিজস্বী নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।

ছবি সংগৃহীত।

১৩ ১৫
Photo of sameer wankhede

২০২১ সালের ৬ অক্টোবর নবাব সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন যে, এনসিবি-র কেউ হন না গোসাভি। সমীরের নির্দেশেই তিনি কাজ করেছেন।

ছবি সংগৃহীত।

১৪ ১৫
photo of ncb

সেই সময় পলাতক ছিলেন গোসাভি। পরে ২০২১ সালের ২৮ অক্টোবর গ্রেফতার করা হয় তাঁকে। ২০১৮ সালে একটি প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

ছবি সংগৃহীত।

১৫ ১৫
photo of Aryan Khan Drugs Case

মালয়েশিয়ায় চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ১৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল গোসাভির বিরুদ্ধে। সম্প্রতি সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়েরের পর আবার আলোচনায় উঠে এসেছে গোসাভির নাম।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE