Advertisement
০২ মে ২০২৪
Pavan Davuluri

আইআইটি মাদ্রাজের কৃতী ছাত্র, মাইক্রোসফ্‌ট উইন্ডোজ়ের প্রধান হলেন ভারতীয় পবন

প্যানোস সংস্থা ছাড়ার পর তাঁর দায়িত্ব পবন এবং মিখাইল পারখিনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। পরবর্তী কালে মাইক্রোসফ্‌টের ওয়েব এবং বিজ্ঞাপন বিভাগের সিইও হন মিখাইল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১২:৩০
Share: Save:
০১ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

বিল গেটসের সংস্থা মাইক্রোসফ্‌টের ‘উইন্ডোজ় এবং সারফেস’-এর নতুন প্রধান নিযুক্ত হলেন ভারতীয় ইঞ্জিনিয়ার পবন দাভুলুরি।

০২ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

পবনের আগে ওই জায়গায় ছিলেন প্যানোস কোস্টা পানে। তবে ১৯ বছর মাইক্রোসফ্‌টে কাজ করার পর ২০২৩ সালে তিনি ওই সংস্থা ছে়ড়ে আ্যামাজ়নে যোগ দেন।

০৩ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

প্যানোস সংস্থা ছাড়ার পর তাঁর দায়িত্ব পবন এবং মিখাইল পারখিনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। পরবর্তী কালে মাইক্রোসফ্‌টের ওয়েব এবং বিজ্ঞাপন বিভাগের সিইও হন মিখাইল। পাশাপাশি উইন্ডোজ়ের দায়িত্বও তাঁকে দেওয়া হয়। তিনি বিং, এজ, কপিলটের মতো মাইক্রোসফ্‌টের একাধিক পণ্যের দেখাশোনা করতেন।

০৪ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

অন্য দিকে, পবনকে ‘সারফেস’ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। বছর ঘুরতে না ঘুরতেই এ বার আনুষ্ঠানিক ভাবে মাইক্রোসফ্‌ট উইন্ডোজ় এবং সারফেসের প্রধানের পদে বসানো হল তাঁকে।

০৫ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

পবন আইআইটির ছাত্র। আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক হন তিনি।

০৬ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

মাইক্রোসফ্‌টের অন্য এক বিভাগীয় প্রধান রাজেশ ঝা সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘পবন এখন নতুন দলের নেতৃত্বে থাকছেন এবং আমাকে সব তথ্য জমা দেবেন। শিল্পা রঙ্গনাথন, জেফ জনসন এবং তাঁদের দল সরাসরি পবনের নেতৃত্বে কাজ করবেন। উইন্ডোজ় দল মাইক্রোসফ্‌টের কৃত্রিম মেধার দলের সঙ্গে কাজ করবে।

০৭ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

তিনি আরও বলেন, ‘‘আমরা একসঙ্গে কাজ শুরু করেছি। এই কৃত্রিম মেধার যুগে সিস্টেম এবং ডিভাইস তৈরির ক্ষেত্রে আমাদের একটি সামগ্রিক পন্থা গ্রহণ করতে হবে, যাতে আরও ভাল পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।’’

০৮ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

কিন্তু কে এই পবন? মাইক্রোসফ্‌টের নতুন দায়িত্ব পাওয়ার পর তাঁকে নিয়ে কৌতূহল বেড়েছে।

০৯ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

পবনের লিঙ্কডইন অ্যাকাউন্ট অনুযায়ী, তিনি আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক হওয়ার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

১০ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

২০০১ সালে ‘রিলায়্যাবিলিটি কম্পোনেন্ট ম্যানেজার’ হিসাবে মাইক্রোসফ্‌টে কর্মজীবন শুরু করেন।

১১ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

মাইক্রোসফ্‌টে ২৩ বছরের কর্মজীবনে বিভিন্ন পদে থেকেছেন পবন। পিসি, এক্সবক্স হার্ডঅয়্যার, সারফেস এবং উইন্ডোজ় নিয়ে কাজ করেছেন।

১২ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

২০২১ সালে পবন উইন্ডোজ় এবং ‘সিলিকন অ্যান্ড সিস্টেমস ইন্টিগ্রেশন’-এর কর্পোরেট ভাইস প্রেসিডেন্টের পদে বসেন।

১৩ ১৩
Lesser known facts about Pavan Davuluri, new head of Microsoft Windows and Surface

পবন মাইক্রোসফ্‌ট হার্ডঅয়্যারের পাশাপাশি উইন্ডোজ় ইঞ্জিনিয়ারিংয়ের নেতৃত্ব দিয়েছেন। তিনি মাইক্রোসফ্‌টের উইন্ডোজ় এবং সারফেস জাতীয় পণ্যগুলির জন্য নিবেদিত দলের নেতৃত্ব দেবেন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE