সিকে নাইড়ু থেকে শুভমন গিল। মাঝে কেটে গিয়েছে ৯৩ বছর। ১৯৩২ সালে সিকে নাইড়ুর নেতৃত্বে প্রথম বার টেস্ট খেলে ভারত। তার পর অধিনায়কত্বের ব্যাটন গিয়েছে ৩৬ জন ক্রিকেটারের হাতে। দেশের ৩৭তম টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড সফরে গিয়েছে তরুণ ভারতীয় দল। কেমন ছিল এই ৯৩ বছরের সফর? কোন ৩৭ জনের হাতে ছিল টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব? এঁদের মধ্যে সবচেয়ে সফল কে? এক নজরে দেখে নেওয়া যাক কার নেতৃত্বে ক’টা টেস্ট খেলেছে ভারত এবং কার নেতৃত্বে সবচেয়ে বেশি জয় পেয়েছে দেশ।