Advertisement
০৯ ফেব্রুয়ারি ২০২৫
Bollywood Gossip

শাহরুখের সঙ্গে জুটিতে নারাজ, বহু হিন্দি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কাজল! কেন?

‘বাজিগর’, ‘কর্ণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘মাই নেম ইজ় খান’-এর মতো একাধিক হিন্দি ছবিতে জু়টি বেঁধে অভিনয় করেছেন শাহরুখ-কাজল। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে এই জুটিকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১২
Share: Save:
০১ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

টলিপাড়ায় যেমন উত্তম-সুচিত্রা জু়টি, ঠিক তেমনই বলিউডে দর্শকের অন্যতম প্রিয় জুটি শাহরুখ-কাজলের। তবে দর্শক মনেপ্রাণে সেই জুটিকে বার বার বড় পর্দায় দেখার ইচ্ছাপ্রকাশ করলেও অভিনেত্রী নিজেই নাকি বহু বার শাহরুখের সঙ্গে একই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

০২ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

১৯৯৭ সালে যশ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিল তো পাগল হ্যায়’। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যায় মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কপূরকে। বলিপাড়া সূত্রে খবর, ছবির নায়িকা হিসাবে প্রথমে কাজলকে পছন্দ করেছিলেন নির্মাতারা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কাজল।

০৩ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে নিশার চরিত্রে অভিনয় করতে দেখা যায় করিশ্মাকে। মুখ্যচরিত্র হলেও ছবিতে দ্বিতীয় নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। নিশার চরিত্রের জন্যই প্রথমে কাজলকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ছবিনির্মাতারা।

০৪ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

শোনা যায়, ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে দ্বিতীয় নায়িকার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন বলেই তা ফিরিয়ে দিয়েছিলেন কাজল।

০৫ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

২০০৪ সালে যশ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় রোম্যান্টিক ঘরানার ছবি ‘বীর জ়ারা’। এই ছবিতে শাহরুখের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যায় প্রীতি জ়িন্টাকে। রোম্যান্টিক ঘরানার হিন্দি ছবির তালিকায় এই ছবি অধিকাংশ দর্শকেরই পছন্দের। তবে এই ছবির নায়িকা হিসাবে প্রীতি প্রথম পছন্দ ছিলেন না নির্মাতাদের।

০৬ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

বলিউডের গুঞ্জন, ‘বীর জ়ারা’ ছবিতে শাহরুখের বিপরীতে জুটি বাঁধার জন্য কাজলকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনও অজানা কারণে তিনি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করেছিলেন।

০৭ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

২০০০ সালে যশ চোপড়ার পুত্র আদিত্য চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মহব্বতেঁ’। বলিউডের ‘বাদশা’ শাহরুখের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন বলিপাড়ার ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। শাহরুখের বিপরীতে এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় ঐশ্বর্যা রাই বচ্চনকে। তবে বচ্চন-পুত্রবধূ নন, ছবিনির্মাতাদের পছন্দ ছিল অন্য নায়িকাকে।

০৮ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

শোনা যায়, ‘মহব্বতেঁ’ ছবিতে নায়িকা হিসাবে প্রথমে কাজলকেই অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু কাজল সেই প্রস্তাব ফিরিয়ে দিলে ঐশ্বর্যাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। কাজলের ফিরিয়ে দেওয়া প্রস্তাবে রাজি হয়েছিলেন নায়িকা।

০৯ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

২০০৬ সালে কর্ণ জোহরের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারকাখচিত ছবি ‘কভি অলবিদা না কহেনা’। এই ছবিতে শাহরুখ, প্রীতি এবং অমিতাভ ছাড়াও অভিনয় করেন রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন এবং কিরণ খেরের মতো বলি তারকারা। ছবিতে শাহরুখের স্ত্রীর ভূমিকায় দেখা যায় প্রীতিকে। চিত্রনাট্য অনুযায়ী মায়া নামের একটি চরিত্রের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় শাহরুখকে। এই মায়া চরিত্রেই প্রথমে অভিনয় করার কথা ছিল কাজলের।

১০ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

বলিপাড়া সূত্রে খবর, ‘কভি অলবিদা না কহেনা’ ছবিতে মায়া চরিত্রের জন্য প্রথমে কাজলকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। চিত্রনাট্যের খসড়াও শুনেছিলেন অভিনেত্রী। কিন্তু মায়ার চরিত্রনির্মাণ মনে ধরেনি তাঁর।

১১ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

‘কভি অলবিদা না কহেনা’ ছবিতে দেখা গিয়েছে, মায়া চরিত্রটি বিবাহিত। স্বামীর সঙ্গে তার মধুর সম্পর্ক নেই। অন্য এক বিবাহিত পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে মায়া। কাজলের দাবি, মায়ার উচিত ছিল পরকীয়ায় না জড়িয়ে বৈবাহিক জীবনে সৃষ্টি হওয়া জটিলতার সমাধান করা। যে হেতু তা হয়নি, তা-ই সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কাজল। তার পর সেই চরিত্রে অভিনয় করতে দেখা যায় রানিকে।

১২ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

১৯৯৮ সালে মণি রত্নমের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখের ছবি ‘দিল সে…’। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন মনিষা কৈরালা এবং প্রীতি। মেঘনার চরিত্রে অভিনয় করতে দেখা যায় মনীষাকে। তবে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কাজল। কিন্তু তা নাকি বুঝতেই পারেননি অভিনেত্রী। নিজের অজান্তেই সেই সুযোগ হাতছাড়া করেছিলেন কাজল।

১৩ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

কর্ণ পরিচালিত এক রিয়্যালিটি শোয়ের একটি পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজল। সেই পর্বে কাজলের উদ্দেশে কর্ণ বলেছিলেন যে, ‘‘আমার একটি ঘটনার কথা খুব মনে পড়ে। তখন তোমার সঙ্গে বসেছিলাম আমি। শাহরুখ খানের বাড়িতে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির চিত্রনাট্যের খসড়া পাঠ চলছিল। হঠাৎ তোমার ফোন বেজে উঠল। তোমায় মণি রত্নম ফোন করেছিলেন। কিন্তু তুমি তা বিশ্বাসই করোনি।’’

১৪ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

কাজলকে ফোন করে মণি রত্নম নিজের পরিচয় দিয়ে বার্তালাপ শুরু করতে যাচ্ছিলেন। কিন্তু গোড়াতেই বাধা দিয়েছিলেন কাজল। মণি রত্নমের নাম শুনে কাজল ফোনের এ পার থেকে বলে উঠেছিলেন, ‘‘হ্যাঁ। আর আমি টম ক্রুজ় (হলিউডের জনপ্রিয় অভিনেতা)।’’

১৫ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

আসলে কাজল বিশ্বাসই করতে পারেননি যে মণি রত্নমের মতো খ্যাতনামী ছবিনির্মাতা তাঁকে ‘দিল সে…’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে ফোন করতে পারেন। কেউ তাঁর সঙ্গে মজা করছেন ভেবে তিনি ফোন কেটে দিয়েছিলেন। পরে কাজল আসল ঘটনাটি জানতে পেরেছিলেন। তাই অভিনয়ের সুযোগ অজান্তেই হাতছাড়া হয়ে গিয়েছিল অভিনেত্রীর।

১৬ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

২০০৩ সালে আজিজ মির্জ়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘চলতে চলতে’। শাহরুখের সঙ্গে এই ছবিতে জু়টি বাঁধেন রানি। কিন্তু ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কাজল।

১৭ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

বলিপাড়া সূত্রে খবর, ‘চলতে চলতে’ ছবিতে কাজলকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু সেই চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। পরে কাজলের ফিরিয়ে দেওয়া চরিত্রে অভিনয় করতে দেখা যায় রানিকে।

১৮ ১৮
List of Shah Rukh Khan movies rejected by Bollywood actress Kajol

‘বাজিগর’, ‘কর্ণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘মাই নেম ইজ় খান’-এর মতো একাধিক হিন্দি ছবিতে জু়টি বেঁধে অভিনয় করেছেন শাহরুখ-কাজল। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে এই জুটিকে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy