Advertisement
০৮ অক্টোবর ২০২৪
sushmita sen

Sushmita Sen: তিন বার বিয়ে হতে হতে ‘বেঁচেছেন’, প্রেমে পড়েন অনিল অম্বানীও, সেই সুস্মিতায় মজে ললিত

কেরিয়ারে তেমন গতি না পেলেও তাঁর ব্যক্তিগত জীবন কখনও প্রচারের আলো থেকে সরে যায়নি। একাধিক নামীদামি ব্যক্তিত্বের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ০৯:০২
Share: Save:
০১ ২৮
মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স। ২০ বছর বয়সে বিনোদন জগতে অভিষেক। বলিউডের কেরিয়ার সেই ভাবে নজরকাড়া না হলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চায় থাকেন বঙ্গতনয়া সুস্মিতা সেন।

মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স। ২০ বছর বয়সে বিনোদন জগতে অভিষেক। বলিউডের কেরিয়ার সেই ভাবে নজরকাড়া না হলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চায় থাকেন বঙ্গতনয়া সুস্মিতা সেন।

০২ ২৮
১৯৭৫ সালের নভেম্বর মাসে হায়দরাবাদের এক বাঙালি পরিবারে তাঁর জন্ম। বাবা সুবীর সেন ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উইং কমান্ডার। মা শুভ্রা সেন জুয়েলারি ডিজাইনার। দুবাইয়ে নিজস্ব দোকানও আছে তাঁর।

১৯৭৫ সালের নভেম্বর মাসে হায়দরাবাদের এক বাঙালি পরিবারে তাঁর জন্ম। বাবা সুবীর সেন ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উইং কমান্ডার। মা শুভ্রা সেন জুয়েলারি ডিজাইনার। দুবাইয়ে নিজস্ব দোকানও আছে তাঁর।

০৩ ২৮
মডেলিং নিয়ে তেমন কোনও আগ্রহ না থাকলেও কৌতূহলবশত মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফর্ম পূরণ করেছিলেন। ১৯৯৪ সালে ঐশ্বর্যা রায়কে হারিয়ে 'মিস ইন্ডিয়া' হন সুস্মিতা। ওই বছরই মাত্র ১৮ বছর বয়সে তিনি 'মিস ইউনিভার্স' খেতাব জেতেন।

মডেলিং নিয়ে তেমন কোনও আগ্রহ না থাকলেও কৌতূহলবশত মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফর্ম পূরণ করেছিলেন। ১৯৯৪ সালে ঐশ্বর্যা রায়কে হারিয়ে 'মিস ইন্ডিয়া' হন সুস্মিতা। ওই বছরই মাত্র ১৮ বছর বয়সে তিনি 'মিস ইউনিভার্স' খেতাব জেতেন।

০৪ ২৮
১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। তারপর ‘বিবি নম্বর ওয়ান’, ‘সির্ফ তুম’, ‘ফিজা’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’-র মতো অসংখ্য ফিল্মে অভিনয় করেছেন।

১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। তারপর ‘বিবি নম্বর ওয়ান’, ‘সির্ফ তুম’, ‘ফিজা’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’-র মতো অসংখ্য ফিল্মে অভিনয় করেছেন।

০৫ ২৮
কেরিয়ারে তেমন গতি না পেলেও তাঁর ব্যক্তিগত জীবন কখনও প্রচারের আলো থেকে সরে যায়নি। ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির বাইরের একাধিক নামীদামি ব্যক্তিত্বের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

কেরিয়ারে তেমন গতি না পেলেও তাঁর ব্যক্তিগত জীবন কখনও প্রচারের আলো থেকে সরে যায়নি। ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির বাইরের একাধিক নামীদামি ব্যক্তিত্বের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

০৬ ২৮
কখনও রণদীপ হুডা, কখনও মুম্বইয়ের রেস্তরাঁর মালিক রিতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভট্ট, তো কখনও তাঁর চেয়ে বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

কখনও রণদীপ হুডা, কখনও মুম্বইয়ের রেস্তরাঁর মালিক রিতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভট্ট, তো কখনও তাঁর চেয়ে বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

০৭ ২৮
সুস্মিতার জীবনে প্রথম প্রেম হয়ে এসেছিলেন রজত তারা। তখনও বিশ্বসুন্দরীর খেতাব জোটেনি অভিনেত্রীর। দিল্লিবাসী, সদ্যতরুণী সুস্মিতা সে সময়েই রজতের সঙ্গে সম্পর্কে জড়ান।

সুস্মিতার জীবনে প্রথম প্রেম হয়ে এসেছিলেন রজত তারা। তখনও বিশ্বসুন্দরীর খেতাব জোটেনি অভিনেত্রীর। দিল্লিবাসী, সদ্যতরুণী সুস্মিতা সে সময়েই রজতের সঙ্গে সম্পর্কে জড়ান।

০৮ ২৮
‘কর্মা অ্যান্ড হোলি’ ছবির শ্যুটে সুস্মিতার আলাপ রণদীপ হুডার সঙ্গে। সেখান থেকে প্রেম। রীতিমতো শোরগোল ফেলেছিল তাঁদের সম্পর্ক। যদিও বেশি দিন টেকেনি তা।

‘কর্মা অ্যান্ড হোলি’ ছবির শ্যুটে সুস্মিতার আলাপ রণদীপ হুডার সঙ্গে। সেখান থেকে প্রেম। রীতিমতো শোরগোল ফেলেছিল তাঁদের সম্পর্ক। যদিও বেশি দিন টেকেনি তা।

০৯ ২৮
রণদীপের আগে সুস্মিতা সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক বিক্রম ভট্টর সঙ্গে। ‘দস্তক’ ছবিতে কাজ করতে গিয়ে বিবাহিত বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তার জেরে নাকি ঘর ভেঙেছিল পরিচালকের!

রণদীপের আগে সুস্মিতা সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক বিক্রম ভট্টর সঙ্গে। ‘দস্তক’ ছবিতে কাজ করতে গিয়ে বিবাহিত বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তার জেরে নাকি ঘর ভেঙেছিল পরিচালকের!

১০ ২৮
বিক্রম ভট্টের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর নাম জড়িয়েছিল হোটেল মালিক সঞ্জয় নারাংয়ের সঙ্গে। সেই সম্পর্ক অবশ্য বেশি দূর গড়ায়নি।

বিক্রম ভট্টের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর নাম জড়িয়েছিল হোটেল মালিক সঞ্জয় নারাংয়ের সঙ্গে। সেই সম্পর্ক অবশ্য বেশি দূর গড়ায়নি।

১১ ২৮
সঞ্জয়ের পর কখনও বান্টি সচদেব, কখনও হটমেলের প্রতিষ্ঠাতা সাবির ভাটিয়া, কখনও পরিচালক মুদস্‌সর আজিজ, মানব মেননের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। কিন্তু কোনওটিই সেই অর্থে দীর্ঘস্থায়ী হয়নি।

সঞ্জয়ের পর কখনও বান্টি সচদেব, কখনও হটমেলের প্রতিষ্ঠাতা সাবির ভাটিয়া, কখনও পরিচালক মুদস্‌সর আজিজ, মানব মেননের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। কিন্তু কোনওটিই সেই অর্থে দীর্ঘস্থায়ী হয়নি।

১২ ২৮
আলোড়ন ফেলে দিয়েছিল ওয়াসিম আক্রমের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্কের খবর। ২০০৮ সালে এক রিয়্যালিটি শোয়ের সেটে দু’জনের আলাপ। ওই শোয়ের বিচারক ছিলেন দু’জনেই।

আলোড়ন ফেলে দিয়েছিল ওয়াসিম আক্রমের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্কের খবর। ২০০৮ সালে এক রিয়্যালিটি শোয়ের সেটে দু’জনের আলাপ। ওই শোয়ের বিচারক ছিলেন দু’জনেই।

১৩ ২৮
২০০৯-এ আক্রমের স্ত্রীয়ের মৃত্যুর পর একে অপরের আরও কাছে চলে আসেন। নানা অনুষ্ঠানে দু’জনকে এক সঙ্গে দেখা যায় ওই সময়।

২০০৯-এ আক্রমের স্ত্রীয়ের মৃত্যুর পর একে অপরের আরও কাছে চলে আসেন। নানা অনুষ্ঠানে দু’জনকে এক সঙ্গে দেখা যায় ওই সময়।

১৪ ২৮
দু’জনই কখনও একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার কথা সরাসরি স্বীকার করেননি। কিন্তু বলিপাড়ার গুঞ্জন বলে, পাকিস্তানি ক্রিকেটারকে নাকি বিয়েও করেছিলেন অভিনেত্রী!

দু’জনই কখনও একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার কথা সরাসরি স্বীকার করেননি। কিন্তু বলিপাড়ার গুঞ্জন বলে, পাকিস্তানি ক্রিকেটারকে নাকি বিয়েও করেছিলেন অভিনেত্রী!

১৫ ২৮
সুস্মিতার সাড়াজাগানো প্রেমিকদের অন্যতম অনিল অম্বানী। অনিলের সঙ্গে তাঁর স্ত্রী টিনার সম্পর্কে তিক্ততার ফাঁক গলেই নাকি তাঁর মনে জায়গা করে নেন অভিনেত্রী। শোনা যায়, সুস্মিতাকে ২২ ক্যারাটের হিরের আংটি উপহার দিয়েছিলেন অনিল!

সুস্মিতার সাড়াজাগানো প্রেমিকদের অন্যতম অনিল অম্বানী। অনিলের সঙ্গে তাঁর স্ত্রী টিনার সম্পর্কে তিক্ততার ফাঁক গলেই নাকি তাঁর মনে জায়গা করে নেন অভিনেত্রী। শোনা যায়, সুস্মিতাকে ২২ ক্যারাটের হিরের আংটি উপহার দিয়েছিলেন অনিল!

১৬ ২৮
এ-ও শোনা যায় যে, সুস্মিতার প্রেমে অনিল অম্বানী এতটাই পাগল হয়ে গিয়েছিলেন যে, স্ত্রী টিনা মুনিমকে ডিভোর্স দিতে উঠেপড়ে লেগেছিলেন তিনি। কিন্তু টিনা তাঁকে ডিভোর্স দেননি। শেষমেশ পরিবারের হস্তক্ষেপে এই সম্পর্ক থেকে সরে আসেন অনিল।

এ-ও শোনা যায় যে, সুস্মিতার প্রেমে অনিল অম্বানী এতটাই পাগল হয়ে গিয়েছিলেন যে, স্ত্রী টিনা মুনিমকে ডিভোর্স দিতে উঠেপড়ে লেগেছিলেন তিনি। কিন্তু টিনা তাঁকে ডিভোর্স দেননি। শেষমেশ পরিবারের হস্তক্ষেপে এই সম্পর্ক থেকে সরে আসেন অনিল।

১৭ ২৮
বয়সে অনেক ছোট মডেল রহমান শলের  সঙ্গে দীর্ঘ তিন বছর সম্পর্কে ছিলেন সুস্মিতা। গত বছর আচমকা সেই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী।

বয়সে অনেক ছোট মডেল রহমান শলের সঙ্গে দীর্ঘ তিন বছর সম্পর্কে ছিলেন সুস্মিতা। গত বছর আচমকা সেই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী।

১৮ ২৮
বৃহস্পতিবার ফের খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। এ বার সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন আইপিএলকর্তা ললিত মোদীর সঙ্গে।

বৃহস্পতিবার ফের খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। এ বার সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন আইপিএলকর্তা ললিত মোদীর সঙ্গে।

১৯ ২৮
এই খবর যদিও নিজে জানাননি সুস্মিতা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক ছবি ছেড়ে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছেন ললিত মোদী।

এই খবর যদিও নিজে জানাননি সুস্মিতা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক ছবি ছেড়ে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছেন ললিত মোদী।

২০ ২৮
পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করার সময়েই সুস্মিতার সঙ্গে নিজের ছবি শেয়ার করেন ললিত। অভিনেত্রীকে নিজের ‘বেটার হাফ’ বলেও উল্লেখ করেছেন।

পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করার সময়েই সুস্মিতার সঙ্গে নিজের ছবি শেয়ার করেন ললিত। অভিনেত্রীকে নিজের ‘বেটার হাফ’ বলেও উল্লেখ করেছেন।

২১ ২৮
অভিনেত্রীর অনামিকায় একটি বিশাল হিরের আংটি দেখে সকলে ভেবে নিয়েছিলেন দু’জনের বাগদানও হয়ে গিয়ছে। পরে সেই ভুল ভাঙান ললিত মোদী। অন্য একটি পোস্টে লেখেন, আপাতত একে অপরকে ডেট করছি।

অভিনেত্রীর অনামিকায় একটি বিশাল হিরের আংটি দেখে সকলে ভেবে নিয়েছিলেন দু’জনের বাগদানও হয়ে গিয়ছে। পরে সেই ভুল ভাঙান ললিত মোদী। অন্য একটি পোস্টে লেখেন, আপাতত একে অপরকে ডেট করছি।

২২ ২৮
সুস্মিতা চিরকালই নিজের ছন্দে জীবন কাটাতে পছন্দ করেন। তাঁর এই যে একাধিক পুরুষ-সঙ্গী, কখনও তা গোপন করেননি তিনি। বরং যখনই যাঁর সঙ্গে সম্পর্ক হয়েছে, খুব খোলামেলা ভাবেই সেই সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। ক্যামেরার সামনে তা স্বীকারও করেছেন।

সুস্মিতা চিরকালই নিজের ছন্দে জীবন কাটাতে পছন্দ করেন। তাঁর এই যে একাধিক পুরুষ-সঙ্গী, কখনও তা গোপন করেননি তিনি। বরং যখনই যাঁর সঙ্গে সম্পর্ক হয়েছে, খুব খোলামেলা ভাবেই সেই সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। ক্যামেরার সামনে তা স্বীকারও করেছেন।

২৩ ২৮
২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি রেনে নামে এক শিশুকে দত্তক নেন। পরে ২০১০ সালে আরও এক শিশুকে দত্তক নেন তিনি। নাম রাখেন আলিশা।

২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি রেনে নামে এক শিশুকে দত্তক নেন। পরে ২০১০ সালে আরও এক শিশুকে দত্তক নেন তিনি। নাম রাখেন আলিশা।

২৪ ২৮
সুস্মিতার প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে রেনে আর আলিশার সম্পর্ক খুব ভাল ছিল। মাঝেমাঝেই চার জন পাড়ি দিতেন একসঙ্গে ছুটি কাটাতে। নেটমাধ্যমেও দেখতে পাওয়া যেত তাঁদের ঘুরতে যাওয়ার ছবি।

সুস্মিতার প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে রেনে আর আলিশার সম্পর্ক খুব ভাল ছিল। মাঝেমাঝেই চার জন পাড়ি দিতেন একসঙ্গে ছুটি কাটাতে। নেটমাধ্যমেও দেখতে পাওয়া যেত তাঁদের ঘুরতে যাওয়ার ছবি।

২৫ ২৮
পরম যত্নে দুই মেয়েকেই বড় করে তুলছেন তিনি। দুই মেয়ের সঙ্গে নিজের ছবিতে ভরে থাকে সুস্মিতার প্রোফাইল।

পরম যত্নে দুই মেয়েকেই বড় করে তুলছেন তিনি। দুই মেয়ের সঙ্গে নিজের ছবিতে ভরে থাকে সুস্মিতার প্রোফাইল।

২৬ ২৮
সম্প্রতি ছোট ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছেন সুস্মিতার বড় মেয়ে রেনে। শেষ বার ‘আরিয়া’ ওয়েবসিরিজের দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল সুস্মিতাকে।

সম্প্রতি ছোট ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছেন সুস্মিতার বড় মেয়ে রেনে। শেষ বার ‘আরিয়া’ ওয়েবসিরিজের দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল সুস্মিতাকে।

২৭ ২৮
কয়েক দিন আগেই সুস্মিতা জানিয়েছিলেন, জীবনে কয়েক বার তাঁর বিয়ে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন। তিনি জানিয়েছিলেন, ওগুলোই তাঁর জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।

কয়েক দিন আগেই সুস্মিতা জানিয়েছিলেন, জীবনে কয়েক বার তাঁর বিয়ে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন। তিনি জানিয়েছিলেন, ওগুলোই তাঁর জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।

২৮ ২৮
রহমানের সঙ্গে বিচ্ছেদের কয়েক দিনের মধ্যে ফের সম্পর্কে জড়ালেন অভিনেত্রী। ললিত মোদী ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা ঘোযণা করলেও সুস্মিতার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রহমানের সঙ্গে বিচ্ছেদের কয়েক দিনের মধ্যে ফের সম্পর্কে জড়ালেন অভিনেত্রী। ললিত মোদী ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা ঘোযণা করলেও সুস্মিতার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE