Meet 16-year-old Lavanya Das Manikpuri from Bastar whose dance video was shared by Priyanka Chopra Jonas dgtl
Teenager Belly Dancer
ছ’বছর আগে মারা যান বাবা, সরকারি স্কুলের শিক্ষিকা মা, ‘বেলি ডান্স’ করে প্রিয়ঙ্কা চোপড়ার নজরে বস্তারের লাবণ্য
ইতিমধ্যেই লাবণ্যের ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ১২ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সামনে দ্বাদশ শ্রেণির পরীক্ষা রয়েছে তার। তবে ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে লাবণ্যের।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১২:৪১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
স্বপ্ন দেখলে তা পূরণ করার ইচ্ছাশক্তিরও প্রয়োজন। ১৬ বছরের কিশোরীর মনে তা কোনও অংশে কম ছিল না। নাচ করতে পছন্দ করে সে। কিন্তু আলাদা করে কোনও প্রশিক্ষণ নেয়নি। বরং পড়াশোনার ফাঁকে নিজে থেকেই নাচ শিখত লাবণ্য দাস মানিকপুরী। সেই নাচের কারণে তার দিকে নজর পড়ে বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের।
০২১৫
চলতি মাসে প্রিয়ঙ্কা তাঁর সমাজমাধ্যমের পাতায় একটি নাচের ভিডিয়ো অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন। সেই ভিডিয়োয় এক কিশোরীকে ‘বেলি ডান্স’ করতে দেখা গিয়েছে। কিশোরীর নৃত্যকলার প্রশংসা করেন নেটাগরিকদের অধিকাংশ। তার পর থেকেই তার নাম-পরিচয় নিয়ে কৌতূহল জেগেছে নেটপাড়ায়।
০৩১৫
১৬ বছরের কিশোরী লাবণ্য ছত্তীসগঢ়ের বস্তারের বাসিন্দা। বাবা-মায়ের সঙ্গে সেখানেই থাকে সে। ছ’বছর আগে কঠিন সময় আসে লাবণ্যের জীবনে।
০৪১৫
সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৯ সালে মারা যান লাবণ্যের বাবা। তার পর থেকে মায়ের কাছেই বড় হয়ে ওঠা তার। সেখানকার একটি স্কুলে পড়াশোনা করছে সে।
০৫১৫
বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্রী লাবণ্য। তার মা সরকারি স্কুলের শিক্ষিকা। লাবণ্যের দাদুও শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের কাছে তিনি গণ্যমান্য ব্যক্তি হিসাবেও পরিচিত।
০৬১৫
শিক্ষকতার পাশাপাশি লাবণ্যের মা কত্থকে পারদর্শী। শৈশব থেকে মাকে নাচ করতে দেখত লাবণ্য। সেখান থেকেই নাচের প্রতি আগ্রহ তৈরি হয় তার।
০৭১৫
মায়ের কাছে নাচ শিখতে শুরু করে লাবণ্য। আলাদা করে কোনও প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি করানো হয়নি তাকে। নিজে থেকেই পড়াশোনার পাশাপাশি সময় বার করে একা একা নাচ শিখত সে।
০৮১৫
লাবণ্যের দাদু থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। নাচ ছাড়াও অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে লাবণ্যের। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, দূরদর্শনের একাধিক ধারাবাহিকে শিশু অভিনেতা হিসাবে ছোটখাটো চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছে লাবণ্য।
০৯১৫
ওড়িয়া এবং ছত্তীসগঢ়ী ভাষার বহু মিউজ়িক ভিডিয়োয় ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছে ১৬ বছরের লাবণ্য। ভবিষ্যতে নাচ এবং অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চায় সে।
১০১৫
শখের কারণে নাচ করলেও সেই ভিডিয়োগুলি ক্যামেরাবন্দি করে রাখতে শুরু করে লাবণ্য। সমাজমাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলে সেখান থেকে নিজের নাচের ভিডিয়োগুলি একের পর এক পোস্ট করতে শুরু করে সে।
১১১৫
মায়ের কাছে কত্থক শিখলেও লাবণ্যের আগ্রহ জন্মায় ‘বেলি ডান্স’-এর প্রতি। জুন মাসের গোড়ায় নিজের সমাজমাধ্যমের পাতায় ‘বেলি ডান্স’ করে একটি ভিডিয়ো পোস্ট করে সে। তার পরেই তার জীবনের মোড় অন্য দিকে ঘুরে যায়।
১২১৫
আশা ভোঁসলের গলায় জনপ্রিয় গান ‘পিয়া তু অব তো আজা’। এই গানের সঙ্গে তাল মিলিয়ে ‘বেলি ডান্স’-এর একটি ভিডিয়ো পোস্ট করেছিল লাবণ্য। তার পর কেটে যায় এক সপ্তাহ। লাবণ্যের নাচের সেই ভিডিয়োটি নজরে পড়ে বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের।
১৩১৫
লাবণ্যের নাচের প্রশংসা করে ভিডিয়োটি নিজের অ্যাকাউন্ট থেকে ভাগ করে নেন প্রিয়ঙ্কা। তার পরেই লাবণ্যের অনুগামীর সংখ্যা তরতর করে বাড়তে শুরু করে।
১৪১৫
ইতিমধ্যেই লাবণ্যের ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ১২ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সামনে দ্বাদশ শ্রেণির পরীক্ষা রয়েছে তার। তবে ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে লাবণ্যের।
১৫১৫
দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চায় লাবণ্য। ছত্তীসগঢ় ছেড়ে দিল্লি অথবা হায়দরাবাদে গিয়ে অভিনয় নিয়ে পড়াশোনা করতে চায় সে। বর্তমানে নাচ এবং পড়াশোনায় মজে রয়েছে কিশোরী।