Advertisement
২৮ মার্চ ২০২৫
Siddhant Chaturvedi

অমিতাভের নাতনির সঙ্গে প্রেম! প্রত্যাখ্যান করেন কর্ণের প্রস্তাব, বলি নায়কের নাম ছিল কালো তালিকায়

সিনেমায় অভিনয় করবেন বলে নানা জায়গায় অডিশন দিয়ে বেড়াতেন সিদ্ধান্ত। এমনকি অডিশন দিতে যাবেন বলে সিএ ফাইনাল পরীক্ষাও নাকি দিতে যাননি তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৩
Share: Save:
০১ ২৩
Siddhant Chaturvedi

অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চেয়েছিলেন তরুণ। কিন্তু বলিপাড়ার এক জনপ্রিয় ছবিনির্মাতার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কালো তালিকায় নাম উঠেছিল তাঁর। কানাঘুষো শোনা যায়, বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গেও নাকি প্রেম করতেন বলি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।

০২ ২৩
Siddhant Chaturvedi

১৯৯৩ সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশের বালিয়ায় জন্ম সিদ্ধান্তের। বাবা-মায়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। সিদ্ধান্তের যখন মাত্র পাঁচ বছর বয়স, তখন উত্তরপ্রদেশ ছেড়ে মহারাষ্ট্রে চলে যায় তাঁদের পরিবার।

০৩ ২৩
Siddhant Chaturvedi

মহারাষ্ট্রের মুম্বইয়ে স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন সিদ্ধান্ত। তাঁর বাবা পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনিও একই পেশায় নিযুক্ত হতে চেয়েছিলেন।

০৪ ২৩
Siddhant Chaturvedi

স্কুলের পড়াশোনা শেষ করার পর মুম্বইয়ের একটি কলেজে বাণিজ্যে স্নাতক হন তিনি। সেই সময় অভিনয়ের দিকে ঝুঁকতে শুরু করেন সিদ্ধান্ত।

০৫ ২৩
Siddhant Chaturvedi

কলেজে পড়াকালীন পুরুষদের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিয়ে বিজয়ী হন সিদ্ধান্ত। তার পর থেকে মডেলিং করতে শুরু করেন তিনি।

০৬ ২৩
Siddhant Chaturvedi

বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করতে শুরু করেন সিদ্ধান্ত। মুম্বইয়ের একটি নাটকের দলেও যুক্ত হন তিনি। সেখানে অভিনয়ের পাশাপাশি নাটকের চিত্রনাট্য লেখারও কাজ করতেন সিদ্ধান্ত।

০৭ ২৩
Siddhant Chaturvedi

নাটকের দলে থাকাকালীন সিদ্ধান্তের প্রতি নজর পড়ে বলি পরিচালক লব রঞ্জনের। ‘লাইফ সহি হ্যায়’ নামের হিন্দি ধারাবাহিকে তিনি অভিনয়ের সুযোগ দেন সিদ্ধান্তকে।

০৮ ২৩
Siddhant Chaturvedi

২০১৭ সালে ওটিটির পর্দায় মুক্তি পাওয়া ‘ইনসাইড এজ’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় সিদ্ধান্তকে। বড় পর্দায় মুখ্যচরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল তাঁর। সে কারণে ছোট চরিত্রে একাধিক ছবির প্রস্তাব ফিরিয়েও দিয়েছিলেন তিনি।

০৯ ২৩
Siddhant Chaturvedi

এক পুরনো সাক্ষাৎকারে সিদ্ধান্ত জানিয়েছিলেন যে, বলিউডের ছবিনির্মাতা কর্ণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন।

১০ ২৩
Siddhant Chaturvedi

বলিপাড়া সূত্রে খবর, ছবিতে অভিনয় করবেন বলে নানা জায়গায় অডিশন দিয়ে বেড়াতেন সিদ্ধান্ত। এমনকি অডিশন দিতে যাবেন বলে সিএ ফাইনাল পরীক্ষাও নাকি দিতে যাননি তিনি।

১১ ২৩
Siddhant Chaturvedi

সিদ্ধান্ত পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি তখন বিজ্ঞাপনে অভিনয় করতাম। কেউ চিনতেন না আমায়। সেই সময় আমায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। কিন্তু আমি মানা করে দিয়েছিলাম।’’

১২ ২৩
Siddhant Chaturvedi

কর্ণের প্রযোজনা সংস্থার তরফে তিন তিনটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন সিদ্ধান্ত। কিন্তু তাতেও রাজি হননি তিনি।

১৩ ২৩
Siddhant Chaturvedi

সিদ্ধান্ত জানিয়েছিলেন যে, তাঁর বাবা নাকি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি সিদ্ধান্তকে বলেছিলেন, ‘‘যে ছবিতে (‘ব্রহ্মাস্ত্র) অমিতাভ বচ্চন, রণবীর কপূর এবং আলিয়া ভট্টের মতো তারকা রয়েছেন, সেই ছবিতে তোমার অভিনয় কি কেউ দেখবেন?’’

১৪ ২৩
Siddhant Chaturvedi

সিদ্ধান্ত পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি জানতাম আমার মধ্যে মুখ্যচরিত্রে অভিনয় করার মতো ক্ষমতা রয়েছে। তাই আমি ছোটখাটো চরিত্রে অভিনয় করতে চাইনি। নিজের প্রতি বিশ্বাস ছিল। অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম আমি।’’

১৫ ২৩
Siddhant Chaturvedi

একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে নাকি বলিপাড়ায় কালো তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন সিদ্ধান্ত। এমনটাই দাবি অভিনেতার।

১৬ ২৩
Siddhant Chaturvedi

সিদ্ধান্ত নিজের কেরিয়ার প্রসঙ্গে বলেছিলেন, ‘‘লোকজন ভাবতেন যে আমি কোথাকার কে? অভিনয়ের প্রস্তাব পেয়েও বার বার ফিরিয়ে দিতাম বলে আমার নাম কালো তালিকার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল।’’

১৭ ২৩
Siddhant Chaturvedi

বলিপাড়া সূত্রে খবর, ‘ইনসাইড এজ’ সিরিজ়ের সাফল্য অনুষ্ঠানে নাচ করছিলেন সিদ্ধান্ত। তখন তাঁর প্রতি নজর পড়ে বলিউডের ছবিনির্মাতা জ়োয়া আখতারের। ‘গাল্লি বয়’ ছবিতে সিদ্ধান্তকে অভিনয়ের প্রস্তাব দেন জ়োয়া। সেই প্রস্তাবে রাজি হন সিদ্ধান্ত।

১৮ ২৩
Siddhant Chaturvedi

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাল্লি বয়’ ছবিতে স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করলেও সিদ্ধান্তের অভিনয় দর্শকমনে দাগ কাটে। তার পর আর ফিরে তাকাতে হয়নি সিদ্ধান্তকে।

১৯ ২৩
Siddhant Chaturvedi

‘বান্টি অওর বাবলি ২’, ‘গেহরাইয়া’, ‘ফোন ভূত’, ‘খো গয়ে হম কহা’, ‘যুধরা’ নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় সিদ্ধান্তকে। কর্ণের সঙ্গেও নাকি মনোমালিন্যে ছেদ পড়েছে তাঁর। কর্ণ প্রযোজিত ‘ধড়ক ২’ ছবিতে অভিনয় করার কথা সিদ্ধান্তের। চলতি বছরে সেই ছবি মুক্তি পেতে পারে।

২০ ২৩
Siddhant Chaturvedi

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা চলেছে সিদ্ধান্তের। কানাঘুষো শোনা যেতে থাকে যে, বচ্চন পরিবারের নাতনি অর্থাৎ অমিতাভ-কন্যা শ্বেতার কন্যা নব্যা নভেলি নন্দকে ডেট করছেন সিদ্ধান্ত।

২১ ২৩
Siddhant Chaturvedi

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায় যে, ২০২২ সালে নব্যার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সিদ্ধান্ত। এমনকি, শ্বেতার ৫০তম জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধান্ত।

২২ ২৩
Siddhant Chaturvedi

বলিউডের গুঞ্জন, দু’বছর সম্পর্কে থাকার পর নাকি নব্যা এবং সিদ্ধান্ত তাঁদের সম্পর্কে ইতি টানেন। যদিও এই প্রসঙ্গে দু’জনের কেউ-ই প্রকাশ্যে কিছু বলেননি।

২৩ ২৩
Siddhant Chaturvedi

সমাজমাধ্যমেও নিজস্ব অনুরাগী মহল তৈরি করে ফেলেছেন সিদ্ধান্ত। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তারকার অনুগামীর সংখ্যা ৩৮ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy