যেখানে ২১ বছরের পর সাধারণত মানুষের আর উচ্চতা বাড়ে না, সেখানে তাঁর উচ্চতা বাড়তে শুরু করেছিল প্রায় ওই সময় থেকেই। শুরুর দিকে তিনি নিজেও কিছু বুঝে উঠতে পারছিলেন না। ২০ বছরের পর থেকেই অ্যাডাম লক্ষ করেন তাঁর চেহারায় আমূল পরিবর্তন আসছে। ১৮ বছর বয়সে তাঁর উচ্চতা ছিল ৪৬ ইঞ্চি। সেটাই ২১ বছর পেরোতে না পেরোতেই ৯২ ইঞ্চি হয়ে গিয়েছে। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছিল অস্ট্রিয়ার অ্যাডাম রেইনার জীবনে।