Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
Operation Sindoor

পেশায় মডেল-অভিনেত্রী, পেয়েছেন স্বর্ণপদক, ‘অপারেশন সিঁদুর’-এর পর চর্চায় কর্নেল সোফিয়া কুরেশির যমজ বোন

একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন শায়না। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। বডোদরার ‘ওয়ান্ডার উওম্যান’ নামে অধিক পরিচিত তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৫:৫৯
Share: Save:
০১ ১৩
Sofia Qureshi

পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করে ভারত। শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। এর পর বুধবার সাংবাদিক বৈঠক করেন কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। সঙ্গে ছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। তার পর থেকেই চর্চায় দুই বাহিনীর এই দুই মহিলা অফিসার। এই প্রেক্ষাপটে সোফিয়ার যমজ বোনও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

০২ ১৩
Shyna Sunsara and Sofia Qureshi

১৯৭৪ সালে গুজরাতের বডোদরায় জন্ম সোফিয়া এবং তাঁর যমজ বোন শায়না সুনসারার। পরিবারের অনেকেই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের বাবা একাত্তরের যুদ্ধে যোগ দিয়েছিলে। তাঁদের কাকা বিএসএফ-এ কর্মরত ছিলেন। তবে শৈশব থেকে শায়নার আগ্রহ ছিল ফ্যাশনজগতের প্রতি।

০৩ ১৩
Shyna Sunsara

একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন শায়না। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। বডোদরার ‘ওয়ান্ডার উওম্যান’ নামে অধিক পরিচিত তিনি।

০৪ ১৩
Shyna Sunsara

রাইফেল শুটিংয়ের জন্য স্বর্ণপদক পাওয়া শায়না ভারতীয় সেনার ক্যাডেট ছিলেন। শায়নার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী ২০১৮ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেয়েছেন তিনি।

০৫ ১৩
Shyna Sunsara

২০১৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে ‘বিশ্ব গান্ধী পুরস্কার’-এর মাধ্যমে বিশ্ব শান্তি দূত হিসেবে স্বীকৃতি পান শায়না।

০৬ ১৩
Shyna Sunsara

বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন শায়না। সমাজমাধ্যমে নিজের পরিচয় মডেল, অভিনেতা এবং সহ-প্রযোজক হিসাবে দেন তিনি।

০৭ ১৩
Shyna Sunsara and Sofia Qureshi

সোফিয়ার যমজ বোনের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শায়নার অনুগামী সংখ্যা ২৯ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

০৮ ১৩
Shyna Sunsara

পরিবেশ নিয়েও সচেতন থাকেন শায়না। সংবাদমাধ্যম সূত্রে খবর, গুজরাত জুড়ে এক লক্ষ বৃক্ষরোপণ করেছেন তিনি।

০৯ ১৩
Sofia Qureshi, Vikram Singh and Vyomika Singh

পাকিস্তানের মাটিতে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর সেনার সাংবাদিক বৈঠকে প্রত্যাঘাতের বিষয়ে ব্যাখ্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল সোফিয়া এব‌ং ব্যোমিকার উপর। ‘অপারেশন সিঁদুর’ কী ভাবে, কেন করা হল পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাতের পর বুধবার সেনার সাংবাদিক বৈঠকে তাঁর ব্যাখ্যা দিয়েছিলেন দু’জনে।

১০ ১৩
Sofia Qureshi

১৯৯৭ সালে জৈব রসায়ন নিয়ে স্নাতকোত্তর করেন সোফিয়া। ভারতীয় সেনার সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ আধিকারিক সোফিয়া।

১১ ১৩
Sofia Qureshi

সেনাবাহিনীর একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে যুক্ত সোফিয়া। কর্নেল সোফিয়া ২০০৬ সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিবাহিনীর সামরিক পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

১২ ১৩
Sofia Qureshi

২০১৬ সালে ১৮টি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া। প্রথম মহিলা হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।

১৩ ১৩
Sofia Qureshi

২০১৬ সালে সোফিয়া ছিলেন লেফটেন্যান্ট কর্নেল। পুণের সেই সামরিক মহড়া ছিল ভারতে আয়োজিত সবচেয়ে বড় বিদেশি সামরিক মহড়া। ২ থেকে ৮ মার্চের মহড়ায় যোগ দিয়েছিল জাপান, চিন, আমেরিকা, রাশিয়ার মতো দেশ। আর কোনও দেশের মহড়ার নেতৃত্বে মহিলা ছিলেন না।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy