কানাঘুষো শোনা যায়, এক বিয়েবাড়ির অনুষ্ঠানে জ়োরাবরের সঙ্গে দেখা হয়েছিল কুশার। সেই সময় অন্য সম্পর্কে ছিলেন কুশা। তবে প্রথম দেখাতেই জ়োরাবরকে ভাল লাগে তাঁর। তার পর বহু বার সাক্ষাৎ হয়েছে তাঁদের। এই ভাবেই কুশা এবং জ়োরাবরের সম্পর্কের শুরু। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
এক পুরনো সাক্ষাৎকারে কর্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে কুশা তাঁর অভিজ্ঞতা ভাগ করেন। কুশা জানান, এক ফ্যাশন শোয়ে কর্ণের সঙ্গে প্রথম দেখা হয় তাঁর। কুশাকে দেখে হাত নাড়ান কর্ণ। এমনকি কর্ণ যে কুশার কাজের ভক্ত তা-ও জানান। কর্ণের মুখে নিজের প্রশংসা শুনে অবাক হয়ে যান কুশা। সেই মুহূর্তে কুশা তাঁর জনপ্রিয়তা ঠাহর করতে পারেন।
তবে কুশা এবং অর্জুনের সম্পর্কের কথা শুনে অর্জুন-মালাইকা হাসাহাসি করছেন বলে অন্দরের খবর। এ ধরনের আলোচনা না কি তাঁদের দু’জনের কাছেই খুব হাস্যকর বলে মনে হয়েছে। তাই এখন আর এই বিষয় নিয়ে কোনও মন্তব্যই করতে চান না তাঁরা। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, কুশাকে নাকি সমাজমাধ্যমে ‘আনফলো’ করে দিয়েছেন মালাইকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy