Advertisement
২২ জুন ২০২৪
Mia Khalifa

দুষ্টু ছবির দুনিয়া বদলাতে চান পুরনো বাসিন্দা মিয়া খালিফা, দিলেন গুচ্ছ উপদেশ

লেবানিজ় বংশোদ্ভূত এই প্রাক্তন পর্ন তারকার বয়স এখন উনত্রিশ। প্রায় ৭ বছর নীলছবির তারকা অভিনেত্রী হিসাবে কাজ করার পর হঠাৎই ওই কাজ পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ০৯:৩১
Share: Save:
০১ ১৭
এক সময় পর্ন দুনিয়ার অতি পরিচিত নাম ছিলেন, তবে এখন আর মিয়া খালিফা তাঁর পুরনো দুনিয়ায় ফিরে যেতে চান না। বরং দূরে থেকেই কিছু বদল আনতে চান।

এক সময় পর্ন দুনিয়ার অতি পরিচিত নাম ছিলেন, তবে এখন আর মিয়া খালিফা তাঁর পুরনো দুনিয়ায় ফিরে যেতে চান না। বরং দূরে থেকেই কিছু বদল আনতে চান।

০২ ১৭
লেবানিজ় বংশোদ্ভূত এই প্রাক্তন পর্ন তারকার বয়স এখন উনত্রিশ। প্রায় ৭ বছর নীলছবির তারকা অভিনেত্রী হিসাবে কাজ করার পর হঠাৎই ওই কাজ পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

লেবানিজ় বংশোদ্ভূত এই প্রাক্তন পর্ন তারকার বয়স এখন উনত্রিশ। প্রায় ৭ বছর নীলছবির তারকা অভিনেত্রী হিসাবে কাজ করার পর হঠাৎই ওই কাজ পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

০৩ ১৭
তত দিনে অবশ্য পর্ন ছবির দুনিয়ায় বহু বিতর্ক তৈরি করে ফেলেছেন তিনি। যার মধ্যে অন্যতম তাঁর একটি ছবি। যেখানে মুসলমান মহিলাদের মুখ ঢাকার পোশাক হিজাব পরে ক্যামেরার সামনে যৌনসঙ্গমের অভিনয় করেছিলেন তিনি।

তত দিনে অবশ্য পর্ন ছবির দুনিয়ায় বহু বিতর্ক তৈরি করে ফেলেছেন তিনি। যার মধ্যে অন্যতম তাঁর একটি ছবি। যেখানে মুসলমান মহিলাদের মুখ ঢাকার পোশাক হিজাব পরে ক্যামেরার সামনে যৌনসঙ্গমের অভিনয় করেছিলেন তিনি।

০৪ ১৭
ছবিতে মিয়াকে দেখা গিয়েছিল তিন জন পুরুষ সঙ্গীর সঙ্গে হিজাব পরে শারীরিক ভাবে মিলিত হতে। যা নিয়ে পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিস্তর গোলমাল এবং বিতর্ক হয়েছিল।

ছবিতে মিয়াকে দেখা গিয়েছিল তিন জন পুরুষ সঙ্গীর সঙ্গে হিজাব পরে শারীরিক ভাবে মিলিত হতে। যা নিয়ে পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিস্তর গোলমাল এবং বিতর্ক হয়েছিল।

০৫ ১৭
এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে মিয়া জানিয়েছেন, ওই সময়ে প্রায় টানা ৩ মাস তিনি নরকযন্ত্রণা ভোগ করেছেন।

এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে মিয়া জানিয়েছেন, ওই সময়ে প্রায় টানা ৩ মাস তিনি নরকযন্ত্রণা ভোগ করেছেন।

০৬ ১৭
মিয়া বলেছেন, পর্ন দুনিয়ায় থাকাকালীন ওই ৩ মাসের অভিজ্ঞতা জীবনে ভুলব না আমি। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল ওই তিন মাস। তবে ওই ৩ মাসে জীবন আমাকে অনেক কিছু শিখিয়েও দিয়েছিল।

মিয়া বলেছেন, পর্ন দুনিয়ায় থাকাকালীন ওই ৩ মাসের অভিজ্ঞতা জীবনে ভুলব না আমি। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল ওই তিন মাস। তবে ওই ৩ মাসে জীবন আমাকে অনেক কিছু শিখিয়েও দিয়েছিল।

০৭ ১৭
সেই অভিজ্ঞতালব্ধ শিক্ষাকেই কাজে লাগিয়ে মিয়া বদল আনতে চান তাঁর পুরনো দুনিয়ায়। যে দুনিয়া তাঁকে খ্যাতি যেমন দিয়েছে, তেমনই ফেলেছে বিড়ম্বনাতেও।

সেই অভিজ্ঞতালব্ধ শিক্ষাকেই কাজে লাগিয়ে মিয়া বদল আনতে চান তাঁর পুরনো দুনিয়ায়। যে দুনিয়া তাঁকে খ্যাতি যেমন দিয়েছে, তেমনই ফেলেছে বিড়ম্বনাতেও।

০৮ ১৭
এই পেশায় কাজ করা বা কাজ করার কথা ভাবছেন এমন অভিনেতা-অভিনেত্রী বা অন্য কর্মীদের কিছু পরামর্শ দিয়েছেন।

এই পেশায় কাজ করা বা কাজ করার কথা ভাবছেন এমন অভিনেতা-অভিনেত্রী বা অন্য কর্মীদের কিছু পরামর্শ দিয়েছেন।

০৯ ১৭
মিয়া এখন নিজের পরিচয় দেন একজন প্রভাবী হিসাবে। সমাজমাধ্যমে এমন অনেক প্রভাবী নিজেদের বক্তব্য প্রকাশ করেন তাঁর অনুগামীদের কাছে। ওনলি ফ্যানস নামে একটি সমাজমাধ্যমের প্ল্যাটফর্মে মিয়াও সেই একই কাজ করেন।

মিয়া এখন নিজের পরিচয় দেন একজন প্রভাবী হিসাবে। সমাজমাধ্যমে এমন অনেক প্রভাবী নিজেদের বক্তব্য প্রকাশ করেন তাঁর অনুগামীদের কাছে। ওনলি ফ্যানস নামে একটি সমাজমাধ্যমের প্ল্যাটফর্মে মিয়াও সেই একই কাজ করেন।

১০ ১৭
মিয়া জানিয়েছেন, ওনলি ফ্যানসে অনেকেই প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিয়ো দিয়ে থাকেন। কিন্তু তিনি সেই পর্যায়ে পড়েন না। তিনি ওনলি ফ্যানসে এমন কোনও ছবি দেন না, যা অন্য কোনও সমাজমাধ্যম, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেওয়া যাবে না।

মিয়া জানিয়েছেন, ওনলি ফ্যানসে অনেকেই প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিয়ো দিয়ে থাকেন। কিন্তু তিনি সেই পর্যায়ে পড়েন না। তিনি ওনলি ফ্যানসে এমন কোনও ছবি দেন না, যা অন্য কোনও সমাজমাধ্যম, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেওয়া যাবে না।

১১ ১৭
এর পাশাপাশি খেলার সম্প্রচার এবং সঞ্চালনার কাজও করেন মিয়া। নিজের পুরনো জীবনকে তিনি সম্পূর্ণ ভাবেই বাদ দিয়ে দিয়েছেন তাঁর বর্তমান এবং ভবিষ্যৎ থেকে।

এর পাশাপাশি খেলার সম্প্রচার এবং সঞ্চালনার কাজও করেন মিয়া। নিজের পুরনো জীবনকে তিনি সম্পূর্ণ ভাবেই বাদ দিয়ে দিয়েছেন তাঁর বর্তমান এবং ভবিষ্যৎ থেকে।

১২ ১৭
সম্প্রতি তাঁকে তাঁর পুরনো জীবনের প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হয়েছিল একটি সাক্ষাৎকারে। সেখানেই মিয়া বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি তাঁকে তাঁর পুরনো জীবনের প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হয়েছিল একটি সাক্ষাৎকারে। সেখানেই মিয়া বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

১৩ ১৭
মিয়া জানিয়েছেন কেউ যদি নীলছবি তৈরির ব্যবসা করতে চান, তবে তাঁর বয়স অন্তত ২১ বছর হওয়া উচিত। পর্ন দুনিয়ায় এর কমবয়সি অনেকেই নীল ছবি তৈরির ব্যবসায় নামেন।

মিয়া জানিয়েছেন কেউ যদি নীলছবি তৈরির ব্যবসা করতে চান, তবে তাঁর বয়স অন্তত ২১ বছর হওয়া উচিত। পর্ন দুনিয়ায় এর কমবয়সি অনেকেই নীল ছবি তৈরির ব্যবসায় নামেন।

১৪ ১৭
এই পেশায় ক্যামেরার সামনে কাজ করার জন্য কত বয়স হওয়া উচিত? তারও জবাব দিয়েছেন মিয়া। বলেছেন, ‘‘অনেক কমবয়সিরাও বয়স গোপন করে পর্ন ছবিতে কাজ করতে আসেন। তাঁদের বলব এই ভুল করবেন না। এই পেশায় কাজ করার জন্য প্রাপ্তবয়স্ক হওয়াটা জরুরি। কারণ অনেক কিছু বিচার-বিবেচনার ব্যাপার থাকে। শারীরিক ভাবে পরিণত হওয়ারও দরকার থাকে।’’

এই পেশায় ক্যামেরার সামনে কাজ করার জন্য কত বয়স হওয়া উচিত? তারও জবাব দিয়েছেন মিয়া। বলেছেন, ‘‘অনেক কমবয়সিরাও বয়স গোপন করে পর্ন ছবিতে কাজ করতে আসেন। তাঁদের বলব এই ভুল করবেন না। এই পেশায় কাজ করার জন্য প্রাপ্তবয়স্ক হওয়াটা জরুরি। কারণ অনেক কিছু বিচার-বিবেচনার ব্যাপার থাকে। শারীরিক ভাবে পরিণত হওয়ারও দরকার থাকে।’’

১৫ ১৭
মিয়া তাঁর অভিজ্ঞতা থেকেই জেনেছেন, এই পেশার জগতকে বদলানো সম্ভব নয়। কারণ, যৌন পেশা পৃথিবীর আদিতম পেশা। এর নিজস্ব চরিত্র আছে। যা দীর্ঘ দিন ধরে তৈরি হয়ে এসেছে। তাই এখানে বদল চাইলে নিজেকেই মানসিকতা বদলাতে হবে।

মিয়া তাঁর অভিজ্ঞতা থেকেই জেনেছেন, এই পেশার জগতকে বদলানো সম্ভব নয়। কারণ, যৌন পেশা পৃথিবীর আদিতম পেশা। এর নিজস্ব চরিত্র আছে। যা দীর্ঘ দিন ধরে তৈরি হয়ে এসেছে। তাই এখানে বদল চাইলে নিজেকেই মানসিকতা বদলাতে হবে।

১৬ ১৭
তাই মিয়ার পরামর্শ, ‘‘যত নিজের চারপাশে বিধিনিষেধের বেড়া উঁচু করবে তত সমস্যা সেই বেড়া টপকে ঢোকার চেষ্টা করবে। তাই এই পেশায় সীমারেখা কিছুটা শিথিল রাখাই মঙ্গল।’’

তাই মিয়ার পরামর্শ, ‘‘যত নিজের চারপাশে বিধিনিষেধের বেড়া উঁচু করবে তত সমস্যা সেই বেড়া টপকে ঢোকার চেষ্টা করবে। তাই এই পেশায় সীমারেখা কিছুটা শিথিল রাখাই মঙ্গল।’’

১৭ ১৭
মিয়া জানিয়েছেন, তিনি অত্যন্ত রক্ষণশীল পরিবারে বড় হলেও এ পেশায় এসেছিলেন। ভুল করতে করতে অনেক কিছু শিখেছিলেন। তবে এখন যখন পুরনো মিয়াকে তিনি দেখেন, তখন তাঁকে ছেলেমানুষই মনে হয় নতুন মিয়ার।

মিয়া জানিয়েছেন, তিনি অত্যন্ত রক্ষণশীল পরিবারে বড় হলেও এ পেশায় এসেছিলেন। ভুল করতে করতে অনেক কিছু শিখেছিলেন। তবে এখন যখন পুরনো মিয়াকে তিনি দেখেন, তখন তাঁকে ছেলেমানুষই মনে হয় নতুন মিয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE