এশিয়ার দুই শক্তি ভারত ও চিনকে সঙ্গে নিয়ে এ বার ‘থ্রি মাস্কেটিয়ার্স’ শক্তিজোট গড়ে তোলার ডাক দিল রাশিয়া। মস্কোর এ হেন আহ্বানে হতবাক গোটা বিশ্ব। কারণ, নয়াদিল্লি ও বেজিঙের সম্পর্ক মোটেই সরলরৈখিক নয়। সেখানে মিশে আছে সীমান্ত সংঘর্ষ এবং ড্রাগনের ‘আকসাই চিন’ দখল করে রাখার মতো বিষয়। নিজের স্বার্থে এই সমস্যা মেটাতে স্বতঃপ্রণোদিত ভাবে উদ্যোগী হবে ক্রেমলিন? উঠছে প্রশ্ন।
চলতি বছরের ২৯ মে পার্ম শহরে ‘ইউরেশিয়া নিরাপত্তা সম্মেলনে’ ভাষণ দেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ। সেখানে তিনি বলেন, ‘‘আরআইসির (রাশিয়া-ইন্ডিয়া-চায়না) ত্রিপাক্ষিক জোটকে পুনরুজ্জীবিত করার সময় চলে এসেছে।’’ ২০২০ সালের পর এই জোটের কোনও বৈঠক হয়নি। এর জন্য লাদাখে বেজিঙের আগ্রাসী মনোভাব এবং গালওয়ান সংঘর্ষকেই দায়ী করে থাকেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ।