এমনই এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তা দিয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে ই-বর্জ্য থেকে সোনা বার করে আনা সম্ভব, এমনটাই দাবি তাঁদের। পুরনো মোবাইল ফোন, ল্যাপটপ, রিমোট কন্ট্রোল এবং ক্ষতিগ্রস্ত সার্কিট বোর্ডগুলি প্রায়শই অকেজো আবর্জনা হিসাবে ফেলে দেওয়া হয়। বেশির ভাগ লোকজনই হয়তো জানেন না এই ই-বর্জ্যের মধ্যে একটি মূল্যবান উপাদান লুকিয়ে আছে।