পুলিশ সূত্রে খবর, কাজ শেষ করে গৌড় সিটি মল থেকে বেরোনোর পর হেমাকে নিজেদের বধপুরার বাড়িতে নিয়ে যান পায়েল এবং অজয়। সেখানে হেমাকে খুন করার পর তার কব্জি কেটে দেয় অভিযুক্তেরা। মুখ বিকৃত করার জন্য ঢেলে দেওয়া হয় গরম তেল। এর পর সুইসাইড নোটে পায়েল লেখেন, ‘‘রান্নাঘরে আমার মুখে গরম তেল পড়েছে এবং আমি এই ভাবে বাঁচতে পারব না। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’’