Advertisement
০৪ ডিসেম্বর ২০২৪
North Korea-America Clash

গুপ্তচর বিমান পাঠাল আমেরিকা, ধ্বংস করার হুমকি কিমের! কোরীয় উপদ্বীপে যুদ্ধের দামামা?

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এক জন মুখপাত্রের দাবি, আমেরিকার তরফে গুপ্তচর বিমান পাঠিয়ে ‘উস্কানি’ দেওয়া হয়েছে। চলতি মাসে এই বিমানটি উত্তর কোরিয়ায় দেখা গিয়েছিল বলেও পিয়ংইয়ংয়ের দাবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
পিয়ংইয়ং শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৪:৫৪
Share: Save:
০১ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

উত্তর কোরিয়ার আকাশে গুপ্তচর বিমান পাঠিয়ে আকাশসীমা লঙ্ঘন করছে আমেরিকা! এমনই অভিযোগ এনে সরব উত্তর কোরিয়ার কিম জং উন সরকার।

০২ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

একই সঙ্গে অভিযোগ, কোরীয় উপদ্বীপের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র থাকা ডুবোজাহাজ মোতায়েন করার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

০৩ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এক জন মুখপাত্রের দাবি, আমেরিকার তরফে এই গুপ্তচর বিমান পাঠিয়ে ‘উস্কানি’ দেওয়া হয়েছে। চলতি মাসে আমেরিকার এই বিমানটি উত্তর কোরিয়ার আকাশে দেখা গিয়েছিল বলে পিয়ংইয়ংয়ের দাবি।

০৪ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

প্রতিরক্ষা মন্ত্রকের ওই মুখপাত্র আরও দাবি করেছেন, চলতি মাসে গুপ্তচর বিমানটি ‘বেশ কয়েক বার’ পূর্ব সাগরের উপর দিয়ে উত্তর কোরিয়ার আকাশে অনুপ্রবেশ করেছিল।

০৫ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

তিনি এক বিবৃতিতে বলেন, ‘‘কোরিয়ার পূর্ব সাগরে আমেরিকার বায়ুসেনার এই কৌশলগত বিমান যে কোনও মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়বে না তার কোনও নিশ্চয়তা নেই।’’

০৬ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

অতীতের ঘটনা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পিয়ংইয়ং আগেও উত্তর কোরিয়ার আকাশে অনুপ্রবেশ করা আমেরিকার গুপ্তচর বিমান গুলি করে ধ্বংস করেছিল।

০৭ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

ওয়াশিংটনকে এই ‘গুপ্তচরবৃত্তি’র মূল্য চোকাতে হবে বলে সতর্ক করা হয়েছিল কিম সরকারে তরফে।

০৮ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

কিম সরকারের দাবি, উত্তর কোরিয়ার উপদ্বীপে আমেরিকার কৌশলগত পরমাণু ডুবোজাহাজ মোতায়েনের পরিকল্পনা ‘ছদ্মবেশী পরমাণু ব্ল্যাকমেল’।

০৯ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

আমেরিকার এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলেও দাবি করেছে উত্তর কোরিয়া।

১০ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

উত্তর কোরিয়ার তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি স্পষ্ট ভাবে প্রমাণ করে যে, আমেরিকার ‘উস্কানিমূলক’ সামরিক পদক্ষেপের কারণে কোরিয়া উপদ্বীপে পারমাণবিক সংঘাত বাধতে পারে।

১১ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

এপ্রিলে ওয়াশিংটন জানিয়েছিল, আগামী কয়েক দশকের মধ্যেই আমেরিকার তরফে একটি পরমাণু ক্ষেপণাস্ত্রযুক্ত ডুবোজাহাজ দক্ষিণ কোরিয়ার বন্দরে পাঠানো হবে। যদিও তা কোন সময়ে পাঠানো হবে, তা নিয়ে ওয়াশিংটনের তরফে নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

১২ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

উত্তর কোরিয়া এই বছর একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যার মধ্যে রয়েছে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। মে মাসে কিম সরকার একটি সামরিক গুপ্তচর উপগ্রহ কক্ষপথে পাঠানোর চেষ্টা করেছিল বলেও জল্পনা উঠেছিল।

১৩ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রসঙ্গে সে দেশের সেনাবাহিনী জানিয়েছিল, আমেরিকা এবং তার বন্ধু দেশ দক্ষিণ কোরিয়ায় জবাবি হামলা চালানোর উদ্দেশ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে।

১৪ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের তিক্ততার কথা সকলেরই জানা। বিভিন্ন বিষয়ে একে অপরকে তুলোধনা করে আসছে দুই দেশ। এমনকি, দু’দেশের তরফে পরমাণু হামলার হুমকিও দেওয়া হয়েছে একে অপরকে।

১৫ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

দক্ষিণ কোরিয়াকে সামরিক দিক থেকে দীর্ঘ দিন ধরে সহযোগিতা করে আসছে আমেরিকা। আর এ-ও উত্তর কোরিয়ার মাথাব্যথার অন্যতম কারণ।

১৬ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি করার জন্য দক্ষিণ কোরিয়াকেও হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং।

১৭ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

কিম ইয়ো জং বলেছিলেন, “আমেরিকার সঙ্গে সামরিক চুক্তির মাসুল দিতে হবে দক্ষিণ কোরিয়াকে। নিরাপত্তা মজবুত করার যে প্রক্রিয়া চালাচ্ছে দুই দেশ, তাতে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে।”

১৮ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধেও বিস্তর অভিযোগ রয়েছে আমেরিকার। অনেক ক্ষেত্রেই কিমের দেশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে পড়শি দেশে। তাতে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে।

১৯ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

অক্টোবরে জাপানের ভূখণ্ডের উপর দিয়ে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

২০ ২০
North Korea warns America for deploying Nuclear Missile Submarine in Korean peninsula

উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ‘জবাবে’ জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। তা নিয়েও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।

— ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy