পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে চড়ছে পারদ। নয়াদিল্লি বদলার সুযোগ খুঁজছে বুঝতে পেরে বেপরোয়া হয়ে পড়েছে ইসলামাবাদ। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (লাইন অফ কন্ট্রোল বা এলওসি) লাগাতার গুলিবর্ষণ করে চলেছে পাক ফৌজ। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, ছক কষেই এলওসিতে এই উস্কানি দিচ্ছেন রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলরা।
গোয়েন্দা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের (পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা পিওকে) নিয়ন্ত্রণরেখায় রয়েছে একগুচ্ছ জঙ্গি লঞ্চ প্যাড। সেগুলির কোনওটা প্রশিক্ষণ শিবির, কোনওটাকে আবার ভারতে ঢুকে হামলার জন্য ব্যবহার করে থাকে ইসলামাবাদের মদতপুষ্ট সন্ত্রাসীরা। পহেলগাঁও হামলার পর প্রমাণ লোপাটে দ্রুত ওই লঞ্চ প্যাডগুলি খালি করতে চাইছে পাক গুপ্তচর সংস্থা ‘ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স’ বা আইএসআই।