ফের পাকিস্তানে ‘বকলমে’ সামরিক শাসন। সংবিধানের ২৭তম সংশোধনের মাধ্যমে পাক সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে যাবতীয় ক্ষমতা তুলে দিয়েছে ইসলামাবাদ। ফলে এখন থেকে আর শুধু ফৌজ নয়, ঘরোয়া রাজনীতি, অর্থনীতি এবং বিদেশনীতি— সব কিছু নিয়ন্ত্রণ করবেন তিনি। ‘পুতুল’ প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে চালনা করার সুতোটিও থাকছে তাঁরই হাতে। এ-হেন পরিস্থিতিতে সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ় মুশারফের সঙ্গে শুরু হয়েছে মুনিরের তুলনা। অনেকেই বলছেন, পূর্বসূরির দেখানো রাস্তায় হাঁটছেন বর্তমান ফিল্ড মার্শাল।
চলতি বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ এবং তাকে কেন্দ্র করে চলা ভারতের সঙ্গে সংঘর্ষে মার খাওয়ার পর থেকেই উল্কার গতিতে উত্থান হতে থাকে মুনিরের। পরবর্তী ছ’মাসে পাক সেনার দুর্বলতা ঢাকতে একাধিক বিদেশ সফর করেন তিনি। মূলত, তাঁর চেষ্টাতেই আমেরিকার সঙ্গে সম্পর্ক সহজ হয় ইসলামাবাদের। বিরল খনিজ এবং অপরিশোধিত খনিজ তেলের ‘লোভ’ দেখিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একরকম নিজের দিকে টেনে এনেছেন রাওয়ালপিন্ডির এই ফৌজি জেনারেল।