আরব সাগরে যুদ্ধের দামামা! রুদ্রমূর্তিতে ভারতীয় রণতরীগুলি করাচি নৌঘাঁটির মুখোমুখি হতেই পাল্টা চাপ বাড়ানোর কৌশল নিল পাকিস্তান। তড়িঘড়ি যাবতীয় যুদ্ধপোতকে ওই এলাকায় মোতায়েন করেছে ইসলামাবাদ। শুধু তা-ই নয়, গুলি ছুড়ে মহড়ার নামে নয়াদিল্লির ‘সমুদ্ররক্ষক’দের পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে তারা। ফলে পহেলগাঁও কাণ্ডের বদলার সূত্রপাত আরব সাগরে হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না প্রতিরক্ষা বিশ্লেষকেরা।
পাক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ভারতের সঙ্গে সংঘাতের আশঙ্কা তীব্র হতেই করাচি নৌঘাঁটি এলাকায় যাবতীয় যুদ্ধপোত মোতায়েন করে ইসলামাবাদ। গত ২৬ এবং ২৭ এপ্রিল সেখানকার এক্সক্লুসিভ ইকোনমিক জ়োনে গুলি ছুড়ে যুদ্ধাভ্যাস চালায় ওই সমস্ত রণতরী। মহড়ার সময় পাক নৌবাহিনীর একাধিক পদস্থ আধিকারিক সেখানে হাজির ছিলেন বলে জানা গিয়েছে।