
মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ‘এফ-১৬’ যুদ্ধবিমান নিয়ে বিপাকে পাকিস্তান। অতি শক্তিশালী এই লড়াকু জেটকে কোনও অবস্থাতেই ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না ইসলামাবাদ। শুধুমাত্র জঙ্গি দমনের ক্ষেত্রে এই যুদ্ধবিমান দিয়ে আফগানিস্তানে হামলা চালানোর অনুমতি রয়েছে রাওয়ালপিন্ডির সেনাকর্তাদের। এই অবস্থায় পাক বিমান বাহিনীকে ঢেলে সাজাতে বড় সিদ্ধান্ত নিল শাহবাজ় শরিফ সরকার।

পশ্চিমের প্রতিবেশী দেশটির স্থানীয় সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বায়ুসেনার আধুনিকীকরণে সবচেয়ে বেশি জোর দিয়েছেন রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলরা। সেই লক্ষ্যে ঘরের মাটিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। সব কিছু ঠিকঠাক থাকলে ২০৪৭ সালের মধ্যে পঞ্চম প্রজন্মের লড়াকু জেটের একটি বহরকে পাক বায়ুসেনায় শামিল করতে সক্ষম হবে ইসলামাবাদ।