মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘হাত করতে’ ঘুষ দিয়েছে পাকিস্তান! যুক্তরাষ্ট্রের ‘বন্ধুত্ব’ কিনতে চরম দারিদ্র্যের মধ্যেও জলের মতো টাকা খরচে পিছপা হয়নি ইসলামাবাদ। শুধু তা-ই নয়, এ ব্যাপারে ভারতকে টেক্কা দিতে পেরেছে পশ্চিমের প্রতিবেশী। নয়াদিল্লির চেয়ে অন্তত তিন গুণ বেশি অর্থ ব্যয় করেছে তারা। আমেরিকার জনপ্রিয় গণমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইম্স’-এর এ-হেন বিস্ফোরক প্রতিবেদনে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল।
চলতি বছরের ১৩ নভেম্বর ‘কী ভাবে পাকিস্তানের ব্যয়বহুল লগ্নি ট্রাম্পের মন জয় এবং মার্কিন বিদেশনীতিকে পাল্টাতে সাহায্য করেছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ওই সংবাদমাধ্যম। সেখানে হোয়াইট হাউসের লবিংয়ের জন্য ইসলামাবাদের দু’হাতে টাকা খরচের পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে। ‘দ্য নিউ ইয়র্ক টাইম্স’-এর দাবি, বর্ষীয়ান প্রেসিডেন্টের কাছাকাছি পৌঁছোতে ইতিমধ্যেই ৫০ লক্ষ ডলার ব্যয় করে ফেলেছে নয়াদিল্লির পশ্চিমের প্রতিবেশী। ভারতীয় মুদ্রায় যা ৪৪ কোটিরও বেশি।