আরব সাগরে নতুন আতঙ্ক! রণতরী ধ্বংসকারী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের এ বার সফল পরীক্ষা চালাল পাকিস্তান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সংশ্লিষ্ট হাতিয়ারটির একটি ভিডিয়োও প্রকাশ করেছে ইসলামাবাদের নৌবাহিনী। সেখানে চোখের পলকে উড়ে গিয়ে নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্রটিকে আঘাত হানতে দেখা গিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, এর জেরে ভারত মহাসাগরীয় এলাকায় পশ্চিমের প্রতিবেশীর বাড়বে শক্তি, যা জাতীয় সুরক্ষার প্রশ্নে নয়াদিল্লির সামনে যে নতুন চ্যালেঞ্জ তৈরি করল, তা বলাই বাহুল্য।
যুদ্ধজাহাজ থেকে পরীক্ষা করা পাক হাতিয়ারটির পোশাকি নাম ‘স্ম্যাশ’। অভিধান অনুযায়ী যার অর্থ হল চূর্ণ করে দেওয়া। এটি প্রকৃতপক্ষে ভূমি থেকে ভূমিতে হামলাকারী আট ম্যাক গতিসম্পন্ন একটি রণতরী ধ্বংসকারী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (সারফেস-টু-সারফেস ম্যাক-৮ অ্যান্টি শিপ ব্যালেস্টিক মিসাইল)। আট ম্যাক, অর্থাৎ শব্দের চেয়ে আট গুণ গতিতে ছোটার ক্ষমতা রয়েছে স্ম্যাশের। এ-হেন ‘ব্রহ্মাস্ত্রের’ পরীক্ষা নৌযুদ্ধে ইসলামাবাদকে যুগান্তকারী সাফল্য অর্জনে সাহায্য করবে, বলছেন বিশ্লেষকেরা।