চা-এর সঙ্গে সিগারেটে সুখটান। সেই নেশার জন্য এ বার বাড়তি মূল্য চোকাতে হবে ধূমপায়ীদের। কেন্দ্রের নয়া বিল পাশ হওয়ার ফলে নতুন শুল্ক চাপতে চলেছে তামাক ও পানমশলার পণ্যের উপর। ফলে অগ্নিমূল্য হতে চলেছে তামাক ও তামাকজাত দ্রব্য। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে আনুমানিক ১০ কোটি ধূমপায়ীর নেশার খরচ হতে পারে দ্বিগুণ।
পণ্য পরিষেবা কর বা জিএসটির হার কমলেও যাতে সিগারেট, তামাক, পানমশলা, গুটখার দাম না কমে, তার ব্যবস্থা করতে সংসদের শীতকালীন অধিবেশনে ‘স্বাস্থ্য সুরক্ষা থেকে জাতীয় সুরক্ষা সেস বিল’ আনল মোদী সরকার। কেন্দ্রীয় উৎপাদন শুল্ক আইনে সংশোধন করে যে বাড়তি কর চাপানো হবে তা খরচ করা হবে জনস্বাস্থ্য ও জাতীয় সুরক্ষায়, জানিয়েছে নয়াদিল্লি।