এত উঁচু বাড়ি? বাপরে! কোনওটা আকাশ ফুঁড়ে উঠেছে, আবার কোনওটা যেন পেঁচানো সাপ। কোনওটার মাথায় ঘড়ি, তো কোনওটার মাথা সূঁচের মতো। তবে উচ্চতায় কেউ কম যায় না। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। ছোটবেলা থেকে হেলথ ড্রিঙ্ক খেয়েছিল কি না কে জানে! লম্বা হওয়ার দৌড়ে এরা অবলীলায় হাজার মাইল পিছনে ফেলে দিয়েছে কলকাতা, মুম্বইকে। দেখে নিন সেই প্রথম ১০ উচ্চতম হাইরাইজগুলি।