Advertisement
E-Paper

আফগানি ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

এখনও পর্যন্ত আইসিসি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটি বোধহয় আফগানিস্তানের ক্রিকেটারদের তরফ থেকেই এল। এ বারকার মতো নিজেদের শেষ ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন টিম ওয়েস্ট ইন্ডিজকে নাকানিচোবানি খাইয়ে হারালেন স্টানিকজাই-জাদরান-নবিরা। ওয়েস্ট ইন্ডিজের অতি বড় সমর্থক হয়তো তর্ক জুড়তে পারেন, রবিবাসরীয় লড়াইয়ে ক্রিস গেইল ছিল না। বা সেমিফাইনালে পৌঁছে টিম ঢিলেঢালা ভাবে খেলেছে। কিন্তু, বিশ্বকাপের জয় তো জয়ই। ব্যবধান মাত্র ৬ রানের হলেও তাই এর তাৎপর্য কোনও অংশেই কম নয়। গ্যালারির পাতায় এই রোমাঞ্চকর ম্যাচের কয়েকটি মূহূর্ত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ২০:০৫
সপ্তম স্বর্গে! জয়ের স্মারক হাতে ঘরে ফিরলেন আফগানরা।

সপ্তম স্বর্গে! জয়ের স্মারক হাতে ঘরে ফিরলেন আফগানরা।

এখনও পর্যন্ত আইসিসি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটি বোধহয় আফগানিস্তানের ক্রিকেটারদের তরফ থেকেই এল। এ বারকার মতো নিজেদের শেষ ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন টিম ওয়েস্ট ইন্ডিজকে নাকানিচোবানি খাইয়ে হারালেন স্টানিকজাই-জাদরান-নবিরা। ওয়েস্ট ইন্ডিজের অতি বড় সমর্থক হয়তো তর্ক জুড়তে পারেন, রবিবাসরীয় লড়াইয়ে ক্রিস গেইল ছিল না। বা সেমিফাইনালে পৌঁছে টিম ঢিলেঢালা ভাবে খেলেছে। কিন্তু, বিশ্বকাপে জয় তো জয়ই। ব্যবধান মাত্র ৬ রানের হলেও তাই এর তাৎপর্য কোনও অংশেই কম নয়। গ্যালারির পাতায় এই রোমাঞ্চকর ম্যাচের কয়েকটি মূহূর্ত।


ছবি: পিটিআই, এএফপি এবং এপি।

আরও দেখুন

বিশ্বকাপের ১০ সেরা রোমহর্ষক ম্যাচ

West Indies Afghanistan Picture Gallery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy