বিয়ে করলেন খান স্যর! সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন খ্যাতনামী ইউটিউবার তথা শিক্ষক। ভিডিয়োর মাধ্যমে নিজের বিয়ের খবর নিজেই জানিয়েছেন তিনি। একটি ভিডিয়োবার্তায় প্রকাশ করেছেন যে, বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ভারত-পাক সংঘাতের মধ্যেই গোপনে বিয়ে সেরেছেন তিনি। কাকপক্ষীতেও জানতে পারেনি খান স্যরের নতুন জীবনে প্রবেশের খবর।
বিয়ের কথা লাজুক মুখে স্বীকার করছেন ছাত্রদের প্রিয় এই শিক্ষক। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষকের বিয়ের খবরে ছাত্র-ছাত্রীরা উল্লাসে ফেটে পড়েন। ভিডিয়োয় খান স্যর জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চলাকালীনই তিনি ব্যক্তিগত অনুষ্ঠান করে বিয়ে সেরে ফেলেছেন। কারণ বিয়ের তারিখ পূর্বনির্ধারিত ছিল। ঘটনাচক্রে সেই মুহূর্তে দেশের উপর হামলা হয়।