Relationship timeline of Arbaaz Khan and Sshura Khan after divorce with Malaika Arora dgtl
Bollywood Gossip
১৯ বছরের সংসার ভাঙার পর মডেলের সঙ্গে ক্ষণিকের প্রেম! রবীনার ‘ঘটকালিতে’ ২৩ বছরের ছোট রূপটানশিল্পীকে জীবনসঙ্গী করেন আরবাজ়
মডেল-প্রেমিকা জানিয়েছিলেন যে, আরবাজ়ের সঙ্গে সম্পর্ক জড়ালেও তাঁরা যে কোনও দিন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না তা স্থির ছিল। কারণ তাঁরা দু’জনে মানুষ হিসাবে সম্পূর্ণ আলাদা ছিলেন। প্রেমের সম্পর্ক টিকলেও সংসারের বাঁধন-দায়িত্ব সামলাতে পারতেন না তাঁরা।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৭:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
১৯ বছরের সংসার ভাঙার পর প্রেম হয়েছে। প্রেম ভেঙেছে। আবার প্রেমে পড়েছেন বলি অভিনেতা আরবাজ় খান। পরে ২৩ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করেন নায়ক। বিয়ের প্রায় দু’বছর পর ৫৮ বছর বয়সে আবার পিতৃসুখ লাভ করেন তিনি। কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী সুরা খান।
০২১৯
২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন আরবাজ়। অভিনেত্রী না হলেও সুরার সঙ্গে রয়েছে বলিউডের যোগসূত্র। রবীনা টন্ডন-সহ বলিউডের পরিচিত নায়িকাদের রূপটানশিল্পী সুরা। এমনকি, রবীনার মাধ্যমেই সুরার সঙ্গে আলাপ হয়েছিল আরবাজ়ের।
০৩১৯
২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্মে ‘পটনা শুক্লা’ নামের একটি হিন্দি ছবি মুক্তি পেয়েছিল। আরবাজ়ের প্রযোজনায় সেই ছবির নায়িকা ছিলেন রবীনা। রবীনার রূপটানশিল্পী হিসাবে সেটে হাজির থাকতে হত সুরাকে।
০৪১৯
বলিপাড়া সূত্রে খবর, সুরার সঙ্গে গোড়ার দিকে পেশাগত সম্পর্ক ছিল আরবাজ়ের। শুধুমাত্র রবীনার মেকআপ সংক্রান্ত কোনও আলোচনা করতেই সুরার সঙ্গে কথা হত আরবাজ়ের। সেট থেকে আলাপ হলেও ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব দানা বাঁধতে থাকে।
০৫১৯
কানাঘুষো শোনা যায়, শুটিংয়ের পর মাঝেমধ্যেই কোনও রেস্তরাঁয় খেতে যেতেন আরবাজ় এবং সুরা। একসঙ্গে সময়ও কাটাতেন তাঁরা। কিন্তু তা সব ছিল আড়ালে-আবডালে। প্রায় এক বছর ধরে নিজের সম্পর্ক গোপনে রেখেছিলেন আরবাজ়।
০৬১৯
২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সারেন আরবাজ়। অভিনেতা বিয়ে সারেন তাঁর বোন অর্পিতা খানের বাড়িতে।
০৭১৯
বলি অভিনেত্রী মলাইকা অরোরার সঙ্গে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে আরবাজ়ের। মলাইকার সঙ্গেও কাজের সূত্রে আলাপ হয়েছিল অভিনেতার।
০৮১৯
মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মলাইকা। ১৮ বছর বয়সে কফির বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। বিজ্ঞাপনের সূত্রেই তাঁর আলাপ হয়েছিল আরবাজ়ের সঙ্গে। প্রথম দেখাতেই আরবাজ়ের প্রেমে পড়ে গিয়েছিলেন মলাইকা।
০৯১৯
দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বেঁধেছিলেন মলাইকা এবং আরবাজ়। ২০০২ সালে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন মলাইকা। ১৯ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন দুই তারকা।
১০১৯
২০১৭ সালে আরবাজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল মলাইকার। বিবাহবিচ্ছেদের পরেই নাম থেকে খান পদবি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অভিনেত্রী।
১১১৯
অবশ্য মলাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই সুরার প্রেমে পড়েননি আরবাজ়। ইটালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল অভিনেতার।
১২১৯
১৯৮৯ সালের ২১ মে ইটালির মিলানোয় জন্ম জর্জিয়ার। লন্ডন এবং ইটালিতেই শৈশবের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি। মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন জর্জিয়া। বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয়ও করতে দেখা যায় তাঁকে।
১৩১৯
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গেস্ট ইন লন্ডন’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন জর্জিয়া। ‘আই লভ ইউ ট্রুলি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও অভিনয় করেন তিনি।
১৪১৯
চার বছর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে থাকার পর সেই প্রেমে ইতি টানেন আরবাজ়। বলিপাড়া সূত্রে খবর, ২০১৭ সাল থেকেই আরবাজ়ের সঙ্গে সম্পর্ক জর্জিয়ার। বহু বছর সম্পর্কে থাকলেও বিয়ের চিন্তাভাবনা কখনওই করেননি তাঁরা।
১৫১৯
এক সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছিলেন যে, আরবাজ়ের সঙ্গে সম্পর্ক জড়ালেও তাঁরা যে কোনও দিন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না তা স্থির ছিল। কারণ তাঁরা দু’জনে মানুষ হিসাবে সম্পূর্ণ আলাদা ছিলেন। প্রেমের সম্পর্ক টিকলেও সংসারের বাঁধন-দায়িত্ব সামলাতে পারতেন না তাঁরা।
১৬১৯
অন্য দিকে, আরবাজ়ের প্রেমিকা হিসাবে পরিচিতি পেতে পেতে নিজের পরিচিতিই কোথাও হারিয়ে যেতে বসেছিল জর্জিয়ার। চার বছরের সম্পর্কে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদেশি মডেল।
১৭১৯
অন্য দিকে, আরবাজ়ের সঙ্গে বিচ্ছেদের পর বলি অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মলাইকা। বলিপাড়ার অধিকাংশের দাবি, ২০১৮ সাল থেকে অর্জুন এবং মলাইকার প্রেম শুরু হয়েছিল।
১৮১৯
অর্জুনের চেয়ে ১২ বছরের বড় মলাইকা। সম্পর্কে থাকাকালীন দুই তারকার বয়সের পার্থক্য নিয়ে তুমুল সমালোচনা চলেছিল বলিপাড়ায়। তবে সেই সমালোচনায় কর্ণপাত না করে নিজেদের সম্পর্ক নিয়ে মেতেছিলেন মলাইকা এবং অর্জুন।
১৯১৯
বলিপাড়া সূত্রে খবর, টানা ছ’বছর প্রেম করার পর সম্পর্কে ইতি টেনেছিলেন মলাইকা এবং অর্জুন। ২০২৪ সালের নভেম্বর মাসে অর্জুন নিজেই জানিয়েছিলেন যে, তিনি ‘সিঙ্গল’ রয়েছেন। বর্তমানে ‘সিঙ্গল’ রয়েছেন মলাইকাও।