বিষাক্ত বিকিরণের ফলে লাখো মানুষের জীবন বিপন্ন হয়। বিপর্যয়ে সব মিলিয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত হন সাড়ে ছ’লক্ষ মানুষ। এদের মধ্যে ছিল অগণিত শিশু। কেউ এক দিনের মধ্যে ঘটনাস্থলেই মারা যান। কারও ক্ষেত্রে বিকিরণের দগদগে ক্ষত ছড়িয়েছে পরবর্তী প্রজন্মেও। বিকিরণের জেরে পরবর্তী কালে ক্যানসারে মারা গিয়েছেন অন্তত ৯ হাজার অধিবাসী। বেসরকারি মতে সেই সংখ্যা আরও বেশি।