প্রশান্ত মহাসাগরের তলায় হলুদরঙা ইট দিয়ে বাঁধানো একটি রাস্তা! আর গভীর সমুদ্রের সেই রাস্তা অবাক করেছে অভিজ্ঞ বিজ্ঞানীদেরও। হাওয়াইয়ের কাছে অনুসন্ধানের সময় সমুদ্রের তলদেশে ওই আকর্ষণীয় গঠন দেখতে পান বিজ্ঞানীরা, যা সোজা ইটের তৈরি রাস্তার মতো দেখতে। ইটের মতো এক একটি কাঠামো আবার একে অপরের পাশে প্রায় নিখুঁত ভাবে সাজানো, যেন সেটি মানুষের হাতে তৈরি কোনও প্রাচীন রাস্তা। আর তার পরেই উঠে আসে নানান তত্ত্ব, নানান জল্পনা।