Advertisement
০৪ ডিসেম্বর ২০২৪
Low Birth Rate

আলো নিবিয়ে, লাখ লাখ টাকা দিয়েও ফল মিলছে না! সঙ্গমের আকাঙ্ক্ষা বাড়াতে এ বার মন্ত্রক খুলছে রাশিয়া

জন্মহার কমে যাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সন্তান উৎপাদন বৃদ্ধি করতে নতুন মন্ত্রক খোলার পরিকল্পনা করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১০:৪০
Share: Save:
০১ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

এক দিকে যুদ্ধ। অন্য দিকে তরুণ-তরুণীদের সন্তানধারণে অনীহা। ফলে হু-হু করে কমছে জন্মহার। সেই পরিসংখ্যান হাতে আসতেই চোখ কপালে উঠেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন মন্ত্রক তৈরির পরিকল্পনা করেছেন তিনি।

০২ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

সূত্রের খবর, যুবক-যুবতীদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা তৈরির কাজ করবে মস্কোর এই নয়া মন্ত্রক। সন্তান উৎপাদনের জন্য তাঁদের উৎসাহিত করাই হবে এর প্রধান কাজ। যার দায়িত্ব প্রেসিডেন্ট পুতিন তাঁর বিশ্বস্ত এক মন্ত্রীর কাঁধে দিতে চলেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

০৩ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তার পর থেকে দু’বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বহু রুশ সৈনিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমগুলির দাবি, নিহতের সংখ্যা ইতিমধ্যেই ছ’লক্ষ ছাপিয়ে গিয়েছে।

০৪ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

যুদ্ধ শুরু হওয়ার ঠিক দু’বছর আগে (পড়ুন ২০২০ সালে) করোনা অতিমারির জেরে দুনিয়ার অন্য দেশগুলির মতো ক্ষতবিক্ষত হয়েছিল রাশিয়াও। প্রাণ হারান বহু মানুষ। ২০২১ সালে টিকা আসার আগে পর্যন্ত পরিস্থিতির তেমন বদল হয়নি।

০৫ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

এই জোড়া ফলায় হঠাৎ করেই জনসঙ্কটের মুখে পড়েছে রাশিয়া। গোদের উপর বিষফোড়ার মতো দেখা দিয়েছে আরও একটি সমস্যা। বর্তমান সময়ে সন্তানধারণে প্রবল অনীহা দেখাচ্ছেন রুশ তরুণীদের একাংশ। যা মস্কোর কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

০৬ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

এই আবহে জনসংখ্যা বৃদ্ধির জন্য ২০২২ সালের অগস্টেই বড় ঘোষণা করেন প্রেসিডেন্ট পুতিন। ১০ ও তারও বেশি সন্তানের জন্ম দিলে সরকারের তরফে মোটা টাকা উপহার দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। যদিও তা রুশ সমাজে সাড়া ফেলেছিল, এমনটা নয়।

০৭ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

ক্রেমলিনের প্রাসাদ থেকে জারি করা এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দশম সন্তানের প্রথম জন্মদিনে মা-কে সরকারের থেকে ১০ লক্ষ রুবল (রাশিয়ান মুদ্রা) উপহার দেওয়া হবে। তবে ওই সময়ে বাকি ন’সন্তান জীবিত থাকলে তবেই মিলবে এই অর্থ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩ লক্ষ টাকা।

০৮ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

রুশ রাজনৈতিক বিশেষজ্ঞ জেনি ম্যাথার্স জানিয়েছেন, সোভিয়েত যুগে সন্তান উৎপাদন বৃদ্ধির জন্য এই ধরনের প্রকল্প চালু ছিল। যার পোশাকি নাম ছিল ‘মাদার হিরোইন’। ১৯৪৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত চালু ছিল এই প্রকল্প। দেশের জনসংখ্যা কমে যাওয়ায় ফের তা চালু করেন রুশ প্রেসিডেন্ট।

০৯ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

পুতিনের চালু করা এই প্রকল্প রুশ তরুণীদের মনে সে ভাবে দাগ কাটতে না পারায় পরবর্তী কালে নতুন পরিকল্পনা করে মস্কো। ঠিক হয়, রাত ১০টা থেকে দুটো পর্যন্ত আলো ও ইন্টারনেট বন্ধ রাখা হবে। যৌন মিলনের জন্য একে আদর্শ সময় বলে চিহ্নিত করে পুতিন প্রশাসন।

১০ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

মস্কোর কর্তাব্যক্তিদের যুক্তি ছিল, রাতে দীর্ঘ ক্ষণ আলো এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের মন বিভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সুযোগ থাকছে। ফলে সঙ্গমের উৎসাহ হারাচ্ছেন তাঁরা। কিন্তু এ ভাবে রাতে দীর্ঘ দিন ইন্টারনেট ও আলো বন্ধ রাখা যে সম্ভব নয়, তা অচিরেই বুঝে যান রুশ প্রশাসনিক কর্তারা। ফলে ওই পরিকল্পনা সে ভাবে কার্যকর করা যায়নি।

১১ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

এ বছরের সেপ্টেম্বরে আবার কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজ ও কফি পানের বিরতির ফাঁকে সঙ্গমের পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তাঁর ওই ঘোষণার পর দুনিয়া জুড়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। একই সুর শোনা গিয়েছিল রুশ স্বাস্থ্যমন্ত্রী ইয়েভজেনি শেস্তোপলোভের গলায়। চাকুরিজীবী তরুণ-তরুণীদের অত্যধিক সঙ্গম ও একাধিক সন্তানের জন্ম দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।

১২ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

পশ্চিমি সংবাদমাধ্যম ‘মেট্রো’র প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ায় জন্মহার বর্তমানে মহিলা পিছু ১.৫। স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখতে যা মহিলা পিছু ২.১-এ নিয়ে যেতে চাইছে মস্কো। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১০ লক্ষ রুশ তরুণ-তরুণী দেশ ছেড়েছেন বলে সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

১৩ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

কী ভাবে দেশের তরুণ-তরুণীদের সঙ্গম ও সন্তানধারণের জন্য উৎসাহিত করা যায়, তা দেখাই হবে এর মূল কাজ। নতুন মন্ত্রক থেকে সন্তান পালনের জন্য দেদার অর্থ বিলি করার পরিকল্পনা রয়েছে। তবে ক্রেমলিন জানিয়েছে, জন্মহারের সমস্যা মেটাতে আগামী দিনে যে রুশ ‘যৌন মন্ত্রক’-এর জন্ম হবে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই একটি পিটিশন দাখিল করা হয়েছে।

১৪ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

বিয়ের রাতে মধুচন্দ্রিমার জন্য হোটেলের ঘর বুকিংয়ের টাকাও সরকার থেকে দেওয়ার ইচ্ছা রয়েছে পুতিন সরকারের। উল্লেখ্য, পূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই সন্তানের জন্ম দেওয়ায় দম্পতিকে দেদার টাকা দেওয়া হচ্ছে। সেই তালিকার প্রথমেই রয়েছে খবরভস্কের নাম। সেখানে মাতৃত্বের স্বাদ পাওয়া ১৮ থেকে ২৩ বছর বয়সি তরুণীরা পুরস্কার হিসাবে সরকারি অর্থ পাচ্ছেন।

১৫ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলে ২৪ বছরের কম বয়সে প্রথম সন্তানের জন্ম দেওয়া মহিলাদের ৮,৫০০ পাউন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এ বছরের ডিসেম্বরে এই অর্থ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে একাধিক রুশ সংবাদ সংস্থা।

১৬ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

এ ছাড়া বর্তমানে বিনামূল্যে মহিলাদের প্রজনন ক্ষমতা পরীক্ষার ব্যবস্থা রয়েছে রাশিয়ায়। পাশাপাশি নিষিদ্ধ হয়েছে গর্ভপাত। আগামী দিনে এই সমস্ত কাজ নতুন ‘যৌন মন্ত্রক’-এর নির্দেশে চলবে বলে জানা গিয়েছে।

১৭ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

রাশিয়ার মতো জন্মহারের সমস্যায় ভুগছে দক্ষিণ ইউরোপের দেশ ইটালিও। আর তাই সন্তান উৎপাদনে তরুণ-তরুণীকে উৎসাহিত করতে সরকারি তরফে টাকা ও বাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে জর্জিয়া মেলোনি সরকার।

১৮ ১৮
Russia is going to start new ministry to fight against low birth rate

জন্মহার হ্রাস পাওয়ায় ‘এক সন্তান’ নীতি থেকে সরে এসেছে চিন। এক সময়ে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশে বন্ধ্যত্ব বাড়ছে বলে খবর মিলেছে। শিশু কমছে জাপান ও দক্ষিণ কোরিয়াতেও।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy