সাগরের মতো নীল চোখ। স্বর্ণকেশী। মাত্র তিন বছর বয়সেই সমাজমাধ্যমে নজর কেড়ে নিয়েছিল একরত্তি মেয়েটি। ন’বছর বয়সেই নামের পাশে জুড়েছিল বিশ্বের ‘সেরা সুন্দরী’র খেতাব। মলদ্বীপের সমুদ্রসৈকতে ছোট্ট মেয়েটির ছবি পোস্ট করেছিলেন তাঁর মা। ছবিতে সে তার তিনটি খেলনা জড়িয়ে ধরে হাসছিল। মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল সেই ছবি।
বিতর্কও অবশ্য কম হয়নি সেই ছবি ঘিরে। বিতর্ক ও জনপ্রিয়তা হাত ধরাধরি করে নীলনয়না ও সোনালি চুলের এই নাবালিকাকে খ্যাতির আলোকবৃত্তের মধ্যে এনে ফেলে। সারল্য ও সৌন্দর্যের প্রতীক ক্রিস্টিনা পিমেনোভা। শৈশবেই সবচেয়ে সুন্দরী বলে বিবেচিত হন এই মডেল। ২০১৪ সালে, ‘উইমেন ডেলি ম্যাগাজ়িন’ তাকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে’ বলে ঘোষণা করে।