নয়াদিল্লির গর্বের ‘এস-৪০০ ট্রায়াম্ফ’। রুশনির্মিত বর্মে দেশের আকাশকে ঢেকে রেখেছে ভারতীয় বিমানবাহিনী। গত বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’কে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে চলা ‘যুদ্ধে’ মস্কোর এই হাতিয়ারের পারফরম্যান্স ছিল নজরকাড়া। কিন্তু সময়ের চাকা ঘুরতেই সংশ্লিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির (এয়ার ডিফেন্স সিস্টেম) ফাঁকফোকর প্রকাশ্যে এনেছেন বিশ্লেষকদের একাংশ। আগামী দিনে ‘এস-৪০০’র আরও ইউনিট কিনলে বড় ভুল করবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার? নতুন বছরে এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
সম্প্রতি রুশ এয়ার ডিফেন্স ‘এস-৪০০’কে নিয়ে একটি গবেষণামূলক রিপোর্ট প্রকাশ করে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক ‘রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ফর ডিফেন্স রিসার্চ’ (আরইউএসআই)। সেখানে ‘অপারেশন সিঁদুর’-এ নায়কের সম্মান পাওয়া মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির একাধিক খুঁত তুলে ধরা হয়েছে। পাশাপাশি, ‘এস-৪০০’র উপর অতিরিক্ত নির্ভরশীলতা নয়াদিল্লির জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছে তারা। সংশ্লিষ্ট রিপোর্টটির কথা জানাজানি হতেই এই নিয়ে দেশ তথা দুনিয়া জুড়ে শুরু হয়েছে হইচই।