একাধিক নায়িকার সঙ্গে প্রেম-পরকীয়া, তিনটি বিয়ে, সঙ্গিনীর সংখ্যা তিন শতাধিক! ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর চর্চায় থেকেছেন বলিউডের ‘সঞ্জু বাবা’ সঞ্জয় দত্ত। এমনকি, প্রেমে পড়ার সময় বয়সের অঙ্কেরও হিসাব রাখতেন না তিনি। বয়সে ১৫ বছরের বড় এক নায়িকার প্রেমে পড়েছিলেন তিনি। সেই নায়িকা আবার ছিলেন এক বলি অভিনেতার স্ত্রী। সঞ্জয় তাঁর মায়ের সামনেই সেই নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।