Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Island of Pladda

Island of Pladda: কলকাতার ফ্ল্যাটের দামে বিক্রি হচ্ছে আস্ত দ্বীপ! কিনবেন না কি?

স্কটল্যান্ডের ‘আইল্যান্ড অব প্লাডা’। ভারতীয় মুদ্রা অনুযায়ী, এই দ্বীপ আনুমানিক দু’কোটি টাকা মূল্যে বিক্রি হতে চলেছে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১১:০৬
Share: Save:
০১ ২০
অনেকেরই স্বপ্ন থাকে, শহরের যানজট, কোলাহল থেকে দূরে কোনও দ্বীপে মনের মানুষের সঙ্গে সময় কাটানোর। তবে, কখনও এই ধরনের জায়গায় সারা জীবন থাকার সুযোগ পেলে কী করতেন!

অনেকেরই স্বপ্ন থাকে, শহরের যানজট, কোলাহল থেকে দূরে কোনও দ্বীপে মনের মানুষের সঙ্গে সময় কাটানোর। তবে, কখনও এই ধরনের জায়গায় সারা জীবন থাকার সুযোগ পেলে কী করতেন!

০২ ২০
শুনতে স্বপ্নের মতো মনে হলেও বাস্তবে তা অসম্ভব নয়। থাকার জায়গা থেকে শুরু করে লাইটহাউস, জেটি সব কিছুই মিলবে খুবই আকর্ষণীয় মূল্যে।

শুনতে স্বপ্নের মতো মনে হলেও বাস্তবে তা অসম্ভব নয়। থাকার জায়গা থেকে শুরু করে লাইটহাউস, জেটি সব কিছুই মিলবে খুবই আকর্ষণীয় মূল্যে।

০৩ ২০
শুধু বিদেশে নয়, কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটের যা দাম, আনুমানিক সেই দামেই বিক্রি হতে চলেছে একটি আস্ত দ্বীপ।

শুধু বিদেশে নয়, কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটের যা দাম, আনুমানিক সেই দামেই বিক্রি হতে চলেছে একটি আস্ত দ্বীপ।

০৪ ২০
স্কটল্যান্ডের ‘আইল্যান্ড অব প্লাডা’। তিন লক্ষ ৫০ হাজার ইউরো মূল্যে এই দ্বীপটি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রা অনুযায়ী যার পরিমাণ আনুমানিক দু’কোটি ৮২ লক্ষ ৯৮ হাজার ৩৪৪ টাকা।

স্কটল্যান্ডের ‘আইল্যান্ড অব প্লাডা’। তিন লক্ষ ৫০ হাজার ইউরো মূল্যে এই দ্বীপটি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রা অনুযায়ী যার পরিমাণ আনুমানিক দু’কোটি ৮২ লক্ষ ৯৮ হাজার ৩৪৪ টাকা।

০৫ ২০
তুলনা করলে দেখা যায়, এডিনবরা শহরে এই দামে চারটি বেডরুমবিশিষ্ট বাড়ি কিনতে পাওয়া যায়। এ ছাড়াও গ্লাসগো শহরের পশ্চিম সীমান্তে তিন বেডরুমবিশিষ্ট ফ্ল্যাট এবং ক্লার্কস্টন শহরের তিন বেডরুমবিশিষ্ট ভিলা কেনা যাবে।

তুলনা করলে দেখা যায়, এডিনবরা শহরে এই দামে চারটি বেডরুমবিশিষ্ট বাড়ি কিনতে পাওয়া যায়। এ ছাড়াও গ্লাসগো শহরের পশ্চিম সীমান্তে তিন বেডরুমবিশিষ্ট ফ্ল্যাট এবং ক্লার্কস্টন শহরের তিন বেডরুমবিশিষ্ট ভিলা কেনা যাবে।

০৬ ২০
বিদেশেই নয়, কলকাতায় কোনও ফ্ল্যাট কিনতে হলেও এই দাম কিনতে পাওয়া যায়। তবে, স্কটল্যান্ডের মতো জায়গায় আস্ত একটি দ্বীপ এমন জলের দামে বিক্রি হওয়ার কারণ কী?

বিদেশেই নয়, কলকাতায় কোনও ফ্ল্যাট কিনতে হলেও এই দাম কিনতে পাওয়া যায়। তবে, স্কটল্যান্ডের মতো জায়গায় আস্ত একটি দ্বীপ এমন জলের দামে বিক্রি হওয়ার কারণ কী?

০৭ ২০
এই প্রসঙ্গে স্কটিশ সরকারের তরফে জানানো হয়েছে, ভূমি সংস্কার বিলের জন্য জুলাইয়ের শুরুতে যে প্রস্তাবগুলি পেশ করা হয়েছিল, সেই অনুযায়ী প্লাডাকে তালিকা-বহির্ভুত রাখা হয়েছে।

এই প্রসঙ্গে স্কটিশ সরকারের তরফে জানানো হয়েছে, ভূমি সংস্কার বিলের জন্য জুলাইয়ের শুরুতে যে প্রস্তাবগুলি পেশ করা হয়েছিল, সেই অনুযায়ী প্লাডাকে তালিকা-বহির্ভুত রাখা হয়েছে।

০৮ ২০
সংস্কার বিল অনুযায়ী, সরকারি আধিকারিকেরা বড় জমি কেনাবেচা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই জমির পরিমাণও নির্ধারণ করে দেওয়া হয়েছে। যে এলাকাগুলি ৩,০০০ হেক্টর (প্রায় ৭,৪০০ একর) পরিমাণ জমির উপর রয়েছে সেখানকার কেনাবেচা করতে পারবেন তারা। প্লাডা দ্বীপটি ২৮ একর জমির উপর তৈরি হওয়ায় তার মূল্য সরকার নির্ধারণ করতে পারবে না।

সংস্কার বিল অনুযায়ী, সরকারি আধিকারিকেরা বড় জমি কেনাবেচা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই জমির পরিমাণও নির্ধারণ করে দেওয়া হয়েছে। যে এলাকাগুলি ৩,০০০ হেক্টর (প্রায় ৭,৪০০ একর) পরিমাণ জমির উপর রয়েছে সেখানকার কেনাবেচা করতে পারবেন তারা। প্লাডা দ্বীপটি ২৮ একর জমির উপর তৈরি হওয়ায় তার মূল্য সরকার নির্ধারণ করতে পারবে না।

০৯ ২০
এ ছাড়াও কোনও ন্যূনতম জনবসতিপূর্ণ একটি দ্বীপের সংখ্যাগরিষ্ঠ অংশকে একটি হোল্ডিং হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এই বিলের মাধ্যমে।

এ ছাড়াও কোনও ন্যূনতম জনবসতিপূর্ণ একটি দ্বীপের সংখ্যাগরিষ্ঠ অংশকে একটি হোল্ডিং হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এই বিলের মাধ্যমে।

১০ ২০
স্কটল্যান্ডের বাকি দু’টি দ্বীপ— এইগ এবং গিঘা বিক্রির পরে নতুন রূপ পেয়েছে। এই দ্বীপগুলি আয়তনে অনেক বড়।

স্কটল্যান্ডের বাকি দু’টি দ্বীপ— এইগ এবং গিঘা বিক্রির পরে নতুন রূপ পেয়েছে। এই দ্বীপগুলি আয়তনে অনেক বড়।

১১ ২০
টম স্টুয়ার্ট-মুর নামের সম্পত্তি পরিচালনাকারী সংস্থার আধিকারিক জানিয়েছেন, এই দ্বীপ বিক্রির জন্য যখন বাজারে আনা হয়েছিল, তখন মানুষ কেনার জন্য প্রচণ্ড আগ্রহ দেখিয়েছেন।

টম স্টুয়ার্ট-মুর নামের সম্পত্তি পরিচালনাকারী সংস্থার আধিকারিক জানিয়েছেন, এই দ্বীপ বিক্রির জন্য যখন বাজারে আনা হয়েছিল, তখন মানুষ কেনার জন্য প্রচণ্ড আগ্রহ দেখিয়েছেন।

১২ ২০
তাঁর মতে, কোনও দ্বীপ কিনে সেখানে যদি ঠিক মতো বিনিয়োগ করা যায় তবে সেই এলাকাকে বাসযোগ্য করে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে।

তাঁর মতে, কোনও দ্বীপ কিনে সেখানে যদি ঠিক মতো বিনিয়োগ করা যায় তবে সেই এলাকাকে বাসযোগ্য করে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে।

১৩ ২০
এই দ্বীপে যে লাইটহাউসটি রয়েছে তা ১৭৯০ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এটি পরিচালনার দায়িত্বে রয়েছে নর্দার্ন লাইটহাউস বোর্ড, যার প্রধান দফতর এডিনবরাতে।

এই দ্বীপে যে লাইটহাউসটি রয়েছে তা ১৭৯০ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এটি পরিচালনার দায়িত্বে রয়েছে নর্দার্ন লাইটহাউস বোর্ড, যার প্রধান দফতর এডিনবরাতে।

১৪ ২০
লাইটহাউস ছাড়াও এখানে একটি বাড়িও রয়েছে। পাঁচটি বেডরুমের পাশাপাশি এই বাড়িতে আলাদা বসার জায়গা, রান্নাঘর এবং স্নানের জন্যও আলাদা ঘরের ব্যবস্থা আছে।

লাইটহাউস ছাড়াও এখানে একটি বাড়িও রয়েছে। পাঁচটি বেডরুমের পাশাপাশি এই বাড়িতে আলাদা বসার জায়গা, রান্নাঘর এবং স্নানের জন্যও আলাদা ঘরের ব্যবস্থা আছে।

১৫ ২০
বাড়ির পাশে রয়েছে দুই বেডরুমের একটি উন্মুক্ত পান্থশালাও। পাথরের তৈরি জেটি-সহ হেলিকপ্টার নামার আলাদা জায়গা রয়েছে এই দ্বীপে।

বাড়ির পাশে রয়েছে দুই বেডরুমের একটি উন্মুক্ত পান্থশালাও। পাথরের তৈরি জেটি-সহ হেলিকপ্টার নামার আলাদা জায়গা রয়েছে এই দ্বীপে।

১৬ ২০
এই দ্বীপ থেকে আয়ারল্যান্ডের উত্তরাংশ, আইলসা ক্রেইগ, আররানের দক্ষিণ উপকূলের বিস্তৃত এলাকা দেখা যায়।

এই দ্বীপ থেকে আয়ারল্যান্ডের উত্তরাংশ, আইলসা ক্রেইগ, আররানের দক্ষিণ উপকূলের বিস্তৃত এলাকা দেখা যায়।

১৭ ২০
তবে, মূল শহর থেকে যোগাযোগের মাধ্যম প্রায় নেই বললেই চলে। গ্লাসগো থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে নৌকা এবং হেলিকপ্টার ছাড়া যাতায়াত করা যায় না।

তবে, মূল শহর থেকে যোগাযোগের মাধ্যম প্রায় নেই বললেই চলে। গ্লাসগো থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে নৌকা এবং হেলিকপ্টার ছাড়া যাতায়াত করা যায় না।

১৮ ২০
২৮ একরের এই জমির ২.৫ একর এলাকা জুড়ে রয়েছে দেওয়ালঘেরা বাগান। এই বাগানে ফল থেকে শাক-সব্জি— সব কিছুই চাষ করা যায়।

২৮ একরের এই জমির ২.৫ একর এলাকা জুড়ে রয়েছে দেওয়ালঘেরা বাগান। এই বাগানে ফল থেকে শাক-সব্জি— সব কিছুই চাষ করা যায়।

১৯ ২০
এ ছাড়াও পরিযায়ী পাখিদের জন্য এই দ্বীপটি সোনার খনির মতো। চারপাশের পরিবেশ এত মনোরম যে প্রায় ১০০ প্রজাতিরও বেশি পরিযায়ী পাখি বছরের বিশেষ বিশেষ সময়ে এই দ্বীপে আসে।

এ ছাড়াও পরিযায়ী পাখিদের জন্য এই দ্বীপটি সোনার খনির মতো। চারপাশের পরিবেশ এত মনোরম যে প্রায় ১০০ প্রজাতিরও বেশি পরিযায়ী পাখি বছরের বিশেষ বিশেষ সময়ে এই দ্বীপে আসে।

২০ ২০
তবে, এই প্রথম যে ‘আইল্যান্ড অব প্লাডা’ বিক্রি করে দেওয়া হয়েছে তা নয়। তিন দশক আগে আররান এস্টেট সংস্থা এই দ্বীপটি ফ্যাশন ডিজাইনার ডেরেক ও স্যালি মর্টেনের কাছে বিক্রি করে। বর্তমানে এই আস্ত দ্বীপের মালিক এই মর্টেন দম্পতি।

তবে, এই প্রথম যে ‘আইল্যান্ড অব প্লাডা’ বিক্রি করে দেওয়া হয়েছে তা নয়। তিন দশক আগে আররান এস্টেট সংস্থা এই দ্বীপটি ফ্যাশন ডিজাইনার ডেরেক ও স্যালি মর্টেনের কাছে বিক্রি করে। বর্তমানে এই আস্ত দ্বীপের মালিক এই মর্টেন দম্পতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE