ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় মহারণ। ফের এক বার উপমহাদেশে বসছে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের আসর। অন্যতম ফেভারিট দল হিসাবে সেখানে অংশ নেবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে কুড়ি-বিশের মেগা লিগ আইপিএল। পর পর দু’টি বড় টুর্নামেন্ট থাকায় এখন থেকেই ক্রিকেটজ্বরে কাঁপছে গোটা দেশ। এই আবহে গত ২০ ডিসেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড।
এ দেশের সিনিয়র দলে বা আইপিএলে অনূর্ধ্ব ১৮ বা ১৯ খেলে আসা ক্রিকেটারদের আলাদা কদর রয়েছে। জাতীয় দলের জার্সিতে তাঁদের অনেককেই নিয়মিত খেলতে দেখা যায়। ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে পুরুষদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। আট বছর পর তাঁদের ক’জনকে ২০২৬ সালের আইপিএল খেলতে দেখবেন ক্রিকেট ভক্তেরা?