প্রথমে বালোচিস্তান, তার পর খাইবার-পাখতুনখোয়া। এ বার অগ্নিগর্ভ সিন্ধ প্রদেশেও তীব্র হচ্ছে স্বাধীনতার স্লোগান। শুধু তা-ই নয়, সেখানকার আমজনতার নিশানায় রয়েছেন মূলত সেনা অফিসার ও জওয়ানেরা। ফলে অস্বস্তি বেড়েছে পাকিস্তান ফৌজ এবং শাহবাজ় শরিফ সরকারের। বিশ্লেষকদের একাংশের দাবি, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে ইসলামাবাদের গলার কাঁটা হতে পারে ভারত সীমান্ত লাগোয়া দক্ষিণের এই প্রদেশ। নয়াদিল্লি এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবে কি না, তা নিয়ে অবশ্য তুঙ্গে উঠেছে জল্পনা।
‘অপারেশন সিঁদুর’ স্থগিত হতে না হতেই চোলিস্তান খাল প্রকল্পকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পাকিস্তানের সিন্ধ প্রদেশ। গত ২০ মে ওই আন্দোলনের একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে (আগে নাম ছিল টুইটার) ছড়িয়ে পড়ে। সেখানে এলাকাবাসীকে সেনা কনভয় আটকে স্বাধীনতার স্লোগান দিতে দেখা গিয়েছে। সিন্ধবাসীরা পাক সৈনিকদের ‘দুশমন’ বা শত্রু বলে উল্লেখ করতেও পিছপা হননি। যদিও সংশ্লিষ্ট ভিডিয়োর কোনও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।