অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করে উপদেশনামা (অ্যাডভাইসরি) জারি করেছে সিইআরটি-ইন। তাতে বলা হয়েছে গুগ্ল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একাধিক দুর্বলতার হদিস পাওয়া গিয়েছে। সেই ফাঁক গলে সাইবার জালিয়াতেরা হানা দিতে পারে মোবাইল ফোন, ট্যাব-সহ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এমন সমস্ত সিস্টেমে।
গুগ্ল সিস্টেমে পাওয়া দুর্বলতার কারণে অ্যান্ড্রয়েড ১৩, অ্যান্ড্রয়েড ১৪, অ্যান্ড্রয়েড ১৫, এমনকি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমও সাইবার হানাদারদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। ডিভাইসে ইচ্ছামতো কোড কার্যকর করার সুযোগ হাতের মুঠোয় রয়েছে সাইবার হানাদারদের। অর্থাৎ, বেশির ভাগ আধুনিক স্মার্টফোন এবং ট্যাবলেটই সম্ভাব্য হুমকির সম্মুখীন।
স্যামসাং-এর গ্যালাক্সি, ওয়ান প্লাস, শাওমি, রিয়্যালমি, মোটোরোলা, ওপ্পো, ভিভো এবং গুগ্ল পিক্সেলের মতো অ্যান্ড্রয়েড সিস্টেম পরিচালিত কম দামি ও দামি সব ধরনের ফোনেই বিপদের ঝুঁকির কথা শুনিয়েছে সিইআরটি-ইন। সাইবার দুর্বলতাগুলি কোয়ালকম, মিডিয়াটেক, এনভিডিয়া, ব্রডকম এবং ইউনিসোক-সহ হার্ডঅয়্যার এবং সফ্টঅয়্যার বিক্রেতাদের তৈরি পণ্যের মধ্যেই লুকিয়ে রয়েছে বলে দাবি নিরাপত্তা সংস্থার।
এই ফাঁক গলে দূরে বসে থাকা হ্যাকার ক্রোম ব্যবহারকারীকে একটি বিশেষ ওয়েব পেজে ঢুকতে বাধ্য করতে পারে। এর ফলে সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম হবে সাইবার জালিয়াতেরা। শুধু ব্রাউজ়িং হিস্ট্রি নয়, তাঁদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে মেডিক্যাল রেকর্ড, ক্রেডিট কার্ডের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে হ্যাকারেরা।
অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েডের সুরক্ষা ব্যবস্থায় নানা সমস্যা নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরে অ্যান্ড্রয়েড সিস্টেমে নিরাপত্তার বেড়া ডিঙিয়ে ঢুকে পড়ছে সাইবার জালিয়াতেরা। সবচেয়ে বেশি হ্যাকড হয় মূলত অ্যান্ড্রয়েড মোবাইলগুলি। বর্তমানে সেই কারণেই প্রতিনিয়ত ফোনের নিরাপত্তা আরও বাড়ানোর দিকে নজর দিতে বলছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাটি।
তৃতীয় পক্ষ বা যাচাই না করা উৎস থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা এড়িয়ে চলতে হবে। স্বয়ংক্রিয় সিস্টেম এবং অ্যাপ আপডেট সক্রিয় রাখুন। নিরাপত্তা হুমকির সতর্কতা পাওয়ার জন্য গুগ্ল প্লে প্রোটেক্ট অ্যাপটি ব্যবহার করুন। তা না হলে দুর্বলতার সুযোগ নিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করা থেকে ডিভাইস ক্র্যাশ সবই ঘটে যেতে পারে।
৩০ অক্টোবর সিইআরটির সাম্প্রতিকতম প্রতিবেদনে গুগ্ল ক্রোমের একাধিক দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে। সতর্ক করা হয়েছে ভারতের লক্ষ লক্ষ ব্যবহারকারীকে। গুগ্লের এই জনপ্রিয় ওয়েব ব্রাউজ়ারের নিরাপত্তার ক্ষেত্রে একাধিক ফাঁকফোকর খুঁজে পেয়েছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সিইআরটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy