
পরিবারের মহিলারা বাড়ির বাইরে গিয়ে কাজ করবেন, তা-ও আবার অভিনয়! এ তো ভাবাই যায় না! কড়া শাসনে বন্দি এমন পরিবারেই জন্ম রুচি গুজ্জরের। সম্প্রতি বিশ্ব জুড়ে আলোড়ন ফেলেছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন তিনি। জমকালো পোশাক পরলেও নজর কেড়েছে তাঁর নেকলেস। সেখানে বসানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। তার পর থেকেই রুচির ‘রুচি’ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে।