Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Bollywood Gossip

প্রেমিকার মায়ের ‘পরামর্শে’ সম্পর্ক ভাঙেন! সহ-অভিনেত্রীর সঙ্গে ১০ বছর একত্রবাস করেছিলেন কমল

সত্তরের দশকে অভিনয়জগতে কেরিয়ারের গাড়ি সদ্য চালাতে শুরু করেছিলেন কমল। সেই সময় তাঁর আলাপ হয় দক্ষিণী অভিনেত্রী শ্রীবিদ্যার সঙ্গে। তিনিও ছিলেন নবাগতা। পেশাগত সূত্রে দুই তারকার পরিচয় হলেও সেই সম্পর্ক প্রেমে দানা বাঁধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১০:২১
Share: Save:
০১ ১৭
Kamal Hasaan

দক্ষিণী ফিল্মজগতের প্রথম সারির অভিনেতা বলে কথা। ৭০ বছর বয়স হলেও তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। পেশাগত জীবন নিয়ে সমালোচনা তেমন না হলেও নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলেছে বিস্তর। দু’টি বিয়ে। এক দশক ধরে নায়িকার সঙ্গে একত্রবাস। এমনকি, প্রেমিকার মায়ের কথা শুনে নাকি সম্পর্কই ভেঙে দিয়েছিলেন কমল হাসন।

০২ ১৭
Srividya

সত্তরের দশকে অভিনয়জগতে কেরিয়ারের গাড়ি সদ্য চালাতে শুরু করেছেন কমল। সেই সময় তাঁর আলাপ হয় দক্ষিণী অভিনেত্রী শ্রীবিদ্যার সঙ্গে। তিনিও ছিলেন নবাগতা। একসঙ্গে একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। পেশাগত সূত্রে দুই তারকার পরিচয় হলেও সেই সম্পর্ক প্রেমে দানা বাঁধে।

০৩ ১৭
Srividya

কমল এবং শ্রীবিদ্যার সম্পর্ক নিয়ে দক্ষিণী ফিল্মজগতে আলোচনা শুরু হয়। দুই তারকার পরিবার চাইত, তাঁরা যেন তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। কিন্তু ভবিষ্যতের স্বপ্নপূরণে বাদ সাধে কমলের কেরিয়ার।

০৪ ১৭
Srividya

কৈরালি টিভি নামের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কমলের সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন শ্রীবিদ্যা। কমলের সঙ্গে বিচ্ছেদের পর যে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তা-ও জানিয়েছিলেন শ্রীবিদ্যা।

০৫ ১৭
Srividya

শ্রীবিদ্যার দাবি, তিনি কমলের বাবার খুবই আদরের ছিলেন। নায়িকার পরিবারও চাইত যে, কমলের সঙ্গে তাদের কন্যার বিয়ে হয়ে যাক। কিন্তু কমলের কেরিয়ার সেই সময় দ্রুত গতিতে এগোতে শুরু করেছে। তাই তখনই সংসার বাঁধতে চাননি তিনি।

০৬ ১৭
Kamal Hasaan

অন্য দিকে তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলার ইচ্ছা ছিল শ্রীবিদ্যার। কমলকে সে কথা জানাতেই দু’জনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। শ্রীবিদ্যার সঙ্গে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন কমল।

০৭ ১৭
Kamal Hasaan

দীর্ঘ দিন যোগাযোগ বন্ধ রাখার পর হঠাৎ শ্রীবিদ্যার বাড়ি চলে গিয়েছিলেন কমল। বিয়ে নিয়ে আলোচনা শুরু হতেই শ্রীবিদ্যার মা তাঁর মতপ্রকাশ করেছিলেন। দুই তারকাকে আরও চার-পাঁচ বছর অপেক্ষা করতে বলেছিলেন তিনি।

০৮ ১৭
Srividya

শ্রীবিদ্যা বলেছিলেন, ‘‘আমার মা কমলকে বলেছিল আরও কয়েকটা বছর অপেক্ষা করতে। কারণ আমরা দু’জনেই কেরিয়ার শুরু করেছি। মাত্র ২২ বছর বয়স ছিল আমাদের।’’

০৯ ১৭
Srividya

শ্রীবিদ্যার মা কমলকে বলেছিলেন, ‘‘তুমি ইন্ডাস্ট্রিতে আরও কিছু দিন কাজ করো। অনেক বড় অভিনেতা হবে তুমি। আমার মেয়েরও অনেকটা পথ হাঁটার রয়েছে। চার-পাঁচ বছর অপেক্ষা করো। হতে পারে, ভবিষ্যতে অন্য কোনও মানুষকে ভাল লাগতে পারে। কম বয়সে তাড়াহুড়ো করে বিয়ে করলে পরে পস্তাতে হবে।’’

১০ ১৭
Srividya

শ্রীবিদ্যার মায়ের কথা শুনে রেগেমেগে প্রেমিকার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন কমল। শ্রীবিদ্যার সঙ্গে সম্পর্কও ভেঙে দিয়েছিলেন তিনি। সেই সময় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন শ্রীবিদ্যা।

১১ ১৭
Srividya

শ্রীবিদ্যার সঙ্গে সম্পর্ক ভাঙার পর নৃত্যশিল্পী বাণী গণপতির প্রেমে পড়েছিলেন কমল। ১৯৭৮ সালে তাঁরা বিয়েও করেন। ১০ বছর পর ১৯৮৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

১২ ১৭
বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী সারিকাকে বিয়ে করেন কমল। সেই সংসারও বেশি দিন টেকেনি। ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী সারিকাকে বিয়ে করেন কমল। সেই সংসারও বেশি দিন টেকেনি। ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

১৩ ১৭
Kamal Hasaan

কানাঘুষো শোনা যেতে থাকে যে, ২২ বছরের ছোট অভিনেত্রী সিমরন বগ্গার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কমল। তবে সেই সম্পর্কও বেশি দিন টেকেনি অভিনেতার।

১৪ ১৭
Kamal Hasaan

অন্দরমহলে কান পাতলে শোনা যায়, গৌতমী নামের এক অভিনেত্রীর সঙ্গেও সম্পর্কে ছিলেন কমল। গৌতমী ছিলেন বিবাহবিচ্ছিন্না এবং এক কন্যার মা। তবে গৌতমীকে বিয়ে করেননি কমল।

১৫ ১৭
Kamal Hasaan

গৌতমীর সঙ্গে নাকি প্রায় ১০ বছর একত্রবাসে ছিলেন কমল। তবে ২০১৬ সালে দু’জনে তাঁদের এই সম্পর্কে ইতি টেনেছিলেন।

১৬ ১৭
Srividya

কমলের সঙ্গে বিচ্ছেদের পর ভারতন নামের এক দক্ষিণী পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রীবিদ্যা। কিন্তু সেই সম্পর্কের আয়ু বেশি দিনের ছিল না।

১৭ ১৭
Srividya

জর্জ থমাস নামে দক্ষিণী ফিল্মজগতের এক সহকারী পরিচালককে ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন শ্রীবিদ্যা। বিয়ের পর অভিনয় ছেড়ে দিলেও আর্থিক অনটনের কারণে পরে আবার বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। বিয়ের দু’বছর পর ১৯৮০ সালে শ্রীবিদ্যা এবং জর্জের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy